ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৮:৫৩ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৪০

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষের চিত্র। ছবি : কালবেলা
কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষের চিত্র। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির দুগ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার (০১ জুলাই) সকালে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল পাশা ও কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ আহমেদের মধ্যে পারিবারিক ও রাজনৈতিক বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে এ সহিংস সংঘর্ষ ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যমতে, মঙ্গলবার সকালে কামাল পাশার পক্ষের লোকজন ফরহাদ আহমেদের বাড়ি ‘বাঘাবাড়ি’-তে অতর্কিত হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ইটপাটকেল, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। একপর্যায়ে বাঘাবাড়িতে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

খবর পেয়ে অষ্টগ্রাম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বেশ কিছু সময় চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ বাহিনী।

দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

ঘটনার বিষয়ে বিএনপি নেতা কামাল পাশা অভিযোগ করে বলেন, ‘আমি সোম ও মঙ্গলবার একটি খেলার মাঠ পরিদর্শনের জন্য বাঘাবাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ আমার ওপর হামলা চালায়। পরে আমার সমর্থকরা উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় আমাদের অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন।’

অন্যদিকে, ফরহাদ আহমেদ এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি গত দুই দিন ধরে কিশোরগঞ্জে অবস্থান করছি। আমি জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটিতে স্থান পাওয়ায় কামাল পাশা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। মঙ্গলবার সকালে তিনি পরিকল্পিতভাবে শত শত লোক নিয়ে আমাদের বাড়িতে হামলা চালান। এ সময় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের পাশাপাশি আমাদের অন্তত ১৫ থেকে ২০ জন আহত হন।’

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিএনপির দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে আমরা ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো কোনো পক্ষেই লিখিত অভিযোগ দায়ের করেনি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।’

স্থানীয়ভাবে রাজনৈতিক দ্বন্দ্বের রূপ নেওয়া এ সংঘর্ষে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলিশ নিয়ে নদীতে ঝাঁপ, ২৪ ঘণ্টা পরও যুবক নিখোঁজ

জয়ের ধারায় ফেরার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ

ফিক্সিংয়ে জড়িতরা কি আগামী বিপিএল খেলবেন, যা জানা গেল

ট্রেন থেকে যাত্রীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু

মোদিকে নিয়ে চাটুকারিতা, বিপাকে বিক্রান্ত ম্যাসি

দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের ৩ ঘণ্টা সংঘর্ষ, যুবক নিহত

আমরা বাণিজ্যযুদ্ধ চাই না, তবে ভয়ও পাই না : চীন

বিয়ে করতে চান মালাইকা, আছেন প্রস্তাবের অপেক্ষায়

এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে কে পেলেন কত টাকার পুরস্কার

১০

যশোরে কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ডের ডিসপ্লে সেন্টার উদ্বোধন

১১

ঘুম থেকে উঠেই কফি ডেকে আনছে যেসব বিপদ

১২

কুয়াশা আর শিশিরে হেমন্তেই শীতের হাতছানি

১৩

আসছে একাধিক শৈত্যপ্রবাহ

১৪

ভিটামিন ট্যাবলেট কখন ও কীভাবে খাবেন

১৫

সুন্দরবনে ফুট ট্রেইলে ঘুরছে বাঘ

১৬

ফ্রান্সে নতুন সরকার গঠন করলেন লেকর্নু

১৭

ক্লাসের ফাঁকে ‘চা খেতে’ গিয়ে ধরা ইবি ছাত্রলীগ নেতা

১৮

টেরিটরি ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে নিটল-নিলয় গ্রুপ

১৯

১৩ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

২০
X