বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২
বগুড়া ব্যুরো
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৭:০০ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের অনুষ্ঠানে শিক্ষার্থীদের থাকতে অধ্যক্ষের নোটিশ

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শওকত আলম মীর। ছবি : কালবেলা
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শওকত আলম মীর। ছবি : কালবেলা

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশ থাকতে কলেজ কর্তৃপক্ষ নোটিশ জারি করেছে। অবশ্য পরে নোটিশটি প্রত্যাহার করে নেওয়া হয়।

মঙ্গলবার (০১ জুলাই) সরকারি আজিজুল হক কলেজের ওয়েবসাইটে অধ্যক্ষ প্রফেসর শওকত আলম মীরের সই করা এ-সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়। নোটিশটি প্রকাশের পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা-সমালোচনা।

এরইমধ্যে নোটিশটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

অনুষ্ঠানের বিবরণ দিয়ে অধ্যক্ষ প্রফেসর শওকত আলম মীরের ওই নোটিশে বলা হয়, ‘সরকারি আজিজুল হক কলেজ সংশ্লিষ্ট সবাইকে কলেজ শাখার নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান আগামী বুধবার (০২ জুলাই) সকাল ১১টায় মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য সংগঠনটির পক্ষ থেকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।’

সরকারের এমন উচ্চ পদস্থ কর্মকর্তার বা উত্তরবঙ্গের অন্যতম একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠের অধ্যক্ষ নিজের স্বাক্ষর সম্মিলিত নোটিশের মাধ্যমে রাজনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয় বা রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণের আহ্বান করাকে কেন্দ্র করে সমালোচনা শুরু হয়েছে। কারণ সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর বিধি-২৫(১) অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা তাদের অঙ্গসংগঠনের সদস্য হতে পারবেন না। এছাড়াও, বিধি-২৫(৩) অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী কোনো নির্বাচনে প্রচারণা বা অন্য কোনোভাবে হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার করতে পারবেন না।

এ বিষয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ শাখার সদস্য সচিব নিয়তি সরকার বলেন, ‘কলেজ কর্তৃপক্ষ একটি সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এর তীব্র নিন্দা জানাই। অতি উৎসাহী হয়ে অধ্যক্ষ যদি এ কাজ করে থাকেন, তাহলে তার আসল রূপ পরিষ্কার হয়ে গেছে।’

ছাত্র ইউনিয়ন কলেজ শাখার আহ্বায়ক জয় ভৌমিক বলেন, ‘অধ্যক্ষকে সব সময় নিরপেক্ষতা বজায় রাখা উচিত। কিন্তু তিনি প্যাডে আমন্ত্রণ করায় একটি পক্ষের হয়ে কাজ করছেন বলে মনে করবে সবাই।’

ছাত্রদল নেতা আতিকুল ইসলাম বিপ্লব বলেন, ‘আমরা অধ্যক্ষসহ সব শিক্ষক ও শিক্ষার্থীদের আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু আমরা অধ্যক্ষকে কলেজ প্যাডে আমন্ত্রণ জানাতে বলিনি।’

এ বিষয়ে প্রফেসর শওকত আলম মীর সাংবাদিকদের বলেন, ‘নোটিশটি অনিচ্ছাকৃতভাবে জারি হয়েছিল। বিষয়টি বুঝতে পেরে আমি তা প্রত্যাহার করেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজী নজরুলের কবিতা দেশের মুক্তিকামী মানুষকে সাহস যুগিয়েছে : তারেক রহমান

‘রোহিতকে সরানোর জন্যই ব্রঙ্কো টেস্ট এনেছে বিসিসিআই’

অভিনেত্রী হিমুর আত্মহত্যা, প্রেমিক রাফির বিচার শুরু

ভারতে প্রয়াত ক্রিকেটারদের স্ত্রীরা পাবে অনুদান

রাজধানীতে একক ব্যবস্থায় বাস চলবে : প্রেস উইং

ভিনিকে বিক্রি করে দিতে বললেন রিয়াল কিংবদন্তি

নতুন বিচারপতিদের মধ্যে সংখ্যালঘু নেই, ঐক্য পরিষদের ক্ষোভ

বিসিবির হাতে বিপিএলের স্পট ফিক্সিং তদন্ত প্রতিবেদন

ফেসবুকের বিরুদ্ধে জিডি করেছেন মাওলানা মামুনুল হক

চুল পড়া রোধ করবে যে জিনিস

১০

ডাকসু নির্বাচনে সাত সদস্যের টাস্কফোর্স গঠন

১১

সাদাপাথরকাণ্ডে এবার পুলিশে বড় রদবদল

১২

৪৫ বছর ধরে ঝুপড়ি ঘরে থাকা সেই দম্পতির পাশে ইউএনও

১৩

শুনানিতে বিএনপি-এনসিপির মারামারির ঘটনায় ইসির জিডি

১৪

পাঁচ মাসে ১২ হাজার ২০০ কোটি টাকার প্রস্তাব পেল বিডা

১৫

নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে : চরমোনাই পীর

১৬

৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণসহ হত্যায় ফুফাতো ভাইয়ের যাবজ্জীবন

১৭

বুয়েটের শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা

১৮

বিমানের নতুন চেয়ারম্যান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১৯

এখন হয় মনোনয়ন বাণিজ্য, পিআরে হবে এমপি বাণিজ্য : খোকন

২০
X