গাজীপুরে টঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে দল থেকে সদ্য বহিষ্কৃত পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথিকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূর্বাচল র্যাব ক্যাম্পের একটি দল পূবাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
জানা গেছে, সিরাজুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্নভাবে চাঁদা আদায়ের একাধিক অভিযোগ রয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সম্প্রতি তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
উত্তরা র্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর আহনাফ বলেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূর্বাচল র্যাব ক্যাম্পের একটি দল পূবাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সিরাজুল ইসলাম সাথির বিরুদ্ধে আইনিব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
পূবাইল থানার ওসি শেখ মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, আটক ব্যক্তি সম্পর্কে আমরা র্যাবের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, রোববার (৬ জুলাই) বিএনপি থেকে গাজীপুর মহানগরের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদা দাবি ও দলের নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
রোববার বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আব্দুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন (জিএস স্বপন) এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী।
মন্তব্য করুন