কুমিল্লা মনোহরগঞ্জে বাসচাপায় বেল্লাল হোসেন নামের এক প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে উপজেলার লাকসাম-নোয়াখালী সড়কের বিপুলাসার বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রবাসী বিল্লাল হোসেন (২৪) বিপুলাসার ইউনিয়ন বড়কাচি গ্রামের নাহার বাড়ির মৃত মনু মিয়ার ছেলে।
জানা গেছে, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা বিপুলাসার ইউনিয়ন বড়কাচি গ্রামের নাহার বাড়ির মনু মিয়া (৬০) ২৩ জুন লাকসাম-নোয়াখালী সড়ক বিপুলাসার বাজারে দুর্ঘটনা নিহত হন। বাবার মৃত্যুর সংবাদ পেয়ে ছেলে মো বেল্লাল সৌদি থেকে দেশে আসেন। বৃহস্পতিবার সকালে বিল্লাল বাবার কবর জিয়ারত করে বাড়ি ফেরার পথে একই স্থানে বাসচাপায় নিহত হন।
স্থানীয় বাসিন্দা মো. হারুন বলেন, বেল্লাল হোসেনের বাড়ি আমার বাড়ির পাশে। আজ সকালে (বৃহস্পতিবার) সে ফজরের নামাজ পড়ে বাবার কবর জিয়ারত করে বাড়ি ফেরার পথে বাসচাপায় নিহত হয়েছেন। সকালে সড়কে লোকজন কম থাকায় কোন গাড়িটি চাপা দিয়েছে ,তা জানা যায়নি।
মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, স্থানীয়রা দুর্ঘটনার বিষয়টি আমাকে জানিয়েছে। আমি হাইওয়ে পুলিশকে জানিয়েছি ও পাঁড়িথানার ইন্সপেক্টরকে দায়িত্ব দিয়েছি। পুলিশ বিষয়টি তদন্ত করেছে।
মন্তব্য করুন