৩৫ বছর আগে পড়াশোনা ছেড়ে দিলেও শিক্ষার প্রতি প্রবল আগ্রহ থেকে ৫২ বছর বয়সে আবার পরীক্ষায় অংশ নেন নাটোরের দেলোয়ার হোসেন দুলু। বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়ন পরিষদের এই সদস্য এবার কারিগরি বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। তবে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ায় তিনি এবারও পাস করতে পারেননি।
দেলোয়ার হোসেন দুলু উপজেলার জামনগড় ইউনিয়নের করমদোশী পশ্চিমপাড়ার এলাকার বাসিন্দা। বয়স ৫২ হলেও শিক্ষা অর্জনের তীব্র ইচ্ছা তাকে দমিয়ে রাখতে পারেনি। চলতি বছর রাজশাহীর চারঘাট উপজেলার উমরগাড়ি দারুল খায়ের সুন্নাহ দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নেন তিনি। তবে, ইংরেজিতে পাস করতে না পারায় দেলোয়ারের উচ্চশিক্ষার স্বপ্নে আবারো বাধা পড়ল।
স্থানীয়রা জানানা, ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন দেলোয়ার। ১৯৮৫ সালে প্রাথমিক বৃত্তি এবং ১৯৮৮ সালে জুনিয়র বৃত্তি অর্জন করেন। ১৯৯০ সালে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিলেও এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে বহিষ্কার করেন। এরপর মানসিক আঘাত, রাগ-ক্ষোভে পড়াশোনা ছেড়ে দেন তিনি।
তবে ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন এবং নিজের সন্তানদের পড়াশোনায় উৎসাহ দিতে গিয়ে শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করেন দেলোয়ার। সবার অগোচরে নবম শ্রেণিতে ভর্তি হন তিনি। নিয়মিত ক্লাসে উপস্থিত না থাকতে পারলেও বাড়িতে বসেই পড়াশোনা চালিয়ে যান।
দেলোয়ার হোসেন বলেন, ছোটবেলা থেকেই উচ্চশিক্ষার স্বপ্ন ছিল। কিন্তু একটা ঘটনার জন্য স্বপ্ন থেকে গিয়েছিল। আবার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাই। সমাজের কটু কথাকে পাশ কাটিয়ে পরীক্ষা দিয়েছিলাম। ইংরেজিতে পাস করতে পারিনি। আশা করি আগামী পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হবো।
মন্তব্য করুন