এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে আলোড়ন সৃষ্টি করেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাক ও শ্রবণ প্রতিবন্ধী জাইমা জারনাস তানিশা। মুখে কথা বলতে না পারলেও অধ্যবসায়ের ফলে এই সাফল্য অর্জন করেছেন তিনি। তার এই ফলে মুগ্ধ পরিবার ও এলাকাবাসী।
জাইমা জারনাস তানিশা ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের থেকে পরীক্ষায় অংশ নেয়। সে ঘাটাইল সদর ইউনিয়নের কমলাপাড়া গ্রামের জয়নাল আবেদীন এবং মাফুজুন নাহার বিউটি দম্পতির সন্তান তানিশা। তার বাবা জামালপুর দেওয়ানগঞ্জের উপজেলা প্রকৌশলী এবং মা কমলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
জানা গেছে, তানিশা ঘাটাইল ক্যান্টনমেন্টে প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের প্রতিষ্ঠান প্রয়াসে শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। এখন এসএসসি পরীক্ষায় মেয়েটির এ সাফল্য বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের আনন্দিত করেছে।
শিক্ষার্থীর মা মাফুজুন নাহার বিউটি বলেন, ‘আমার মেয়ে কথা বলতে ও শুনতে না পারলেও আমাদের ইশারা বুঝতে পারে। ছোটবেলা থেকেই সে মেধাবী। প্রতিবন্ধকতা জয় করে আগামীতে সে আরও সাফল্য অর্জন করে প্রতিষ্ঠিত হবে। আমরা চাই সে উচ্চ শিক্ষায় শিক্ষিত ও আলোকিত মানুষ হোক।’
এ বিষয়ে ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘তানিশা খুবই নম্র-ভদ্র। তার অনেক চেষ্টা সাধনা ছিল, আমরাও আন্তরিক ছিলাম। প্রত্যাশাও ছিল তার প্রতি। আমরা তার এমন ফলাফলে খুবই আনন্দিত।’
মন্তব্য করুন