শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

এবার সিরাজগঞ্জে ছাত্রদল নেতার পদত্যাগ

পদত্যাগের ঘোষণা দেওয়া মো. জোবায়ের হোসেন। ছবি : সংগৃহীত
পদত্যাগের ঘোষণা দেওয়া মো. জোবায়ের হোসেন। ছবি : সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব মো. জোবায়ের হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নিজেকে দল থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

রোববার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, আসসালামু আলাইকুম, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, আমি মো. জোবায়ের হোসেন, শাজাহানপুর থানার ১ নম্বর আশেকপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব। রাজনৈতিক দল বিএনপির চাঁদাবাজি, দখলবাজি, গুম, খুন, হত্যা ইত্যাদি চলমান থাকার কারণে আমি আমার পদ থেকে সরে দাঁড়ালাম এবং রাজনৈতিক সব কর্মকাণ্ড থেকে নিজেকে অব্যাহতি দিলাম।

তিনি আরও লেখেন, যে দল মানুষ খুন করতে দ্বিধা করে না, সে দলে থাকার কোনো অধিকার কোনো ব্যক্তির নেই বলে আমি মনে করি। আজ থেকে বিএনপির সব কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নিলাম। সবাইকে ধন্যবাদ।

এ বিষয়ে জানতে চাইলে শাজাহানপুর থানা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন কালবেলাকে বলেন, জোবায়ের কখনো ছাত্রদলের নিয়মিত কর্মসূচিতে অংশগ্রহণ করত না। একদিন উপস্থিত হয়ে স্থানীয় বিএনপির একটি অংশের সহায়তায় আশেকপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব হিসেবে মনোনীত হয়। কিন্তু পরবর্তীতে সে কোনো কর্মকাণ্ডে যুক্ত ছিল না।

তিনি আরও বলেন, আমাদের সর্বশেষ কমিটিতে তাকে কোনো পদে রাখা হয়নি। সে আমাদের দলের সক্রিয় কর্মী বা নেতা নয়। সে পদে ছিল না, তাই তার পদত্যাগের প্রশ্নও আসে না।

এর আগে ব্যবসায়ী সোহাগ হত্যার নৃশংসতার প্রতিবাদ জানিয়ে কয়েকজন নেতাকর্মী পদত্যাগ করেন। ব্যবসায়ী হত্যার নৃশংসতার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হল শাখা জাতীয়তাবাদী ছাত্রদল কর্মী মোহাম্মদ আবু সায়ীদ পদত্যাগ করেছেন। শনিবার (১২ জুলাই) সকালে ফেসবুকে নিজের অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।

প্রতিবাদ জানিয়ে ছাত্রদলের আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ লিসানুল আলম লিসান পদত্যাগ করেছেন। শুক্রবার (১১ জুলাই) রাত ১২টা ১৬ মিনিটে ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

এ ছাড়া পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য পারভেজ রানা প্রান্ত। সম্প্রতি বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নীতিবহির্ভূতকাজে জড়িত থাকার প্রতিবাদে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আরও এক আহ্বায়ক সদস্য রাকিবুল হাসান রানাও পদত্যাগ করেছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শনিবার (১২ জুলাই) দুপুরে ফেসবুকে নিজের অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তিনি নিজ পদত্যাগের ঘোষণা দেন।

এছাড়া পদত্যাগ করেছেন সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সিনিয়র সহসভাপতি (প্রিন্সিপাল আবুল কাশেম হল) রাসেল মিয়া। শনিবার (১২ জুলাই) ফেসবুকে নিজের আইডিতে পোস্ট দিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

এছাড়া ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সদস্য মুহাম্মাদ রাব্বি মিয়া; গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. জাহিমুর রহমান জিসান ও সাংগঠনিক সম্পাদক মো. ইশতিয়াক রহমান এবং সিলেটের চুনারুঘাট ছাত্রদল ৯ নম্বর রানীগাঁও শাখার পূর্ণাঙ্গ কমিটির সহসভাপতি আরিফুল ইসলাম ইমরুল পদত্যাগের ঘোষণা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির পেছনে পড়ে ছিল শিশুর বস্তাবন্দি মরদেহ

আশুলিয়া কলেজ প্রশাসনের ভুলে বিপাকে ১৮৬ এইচএসসি পরীক্ষার্থী

উপদেষ্টা শারমিন মুরশিদ পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত : হেফাজতে ইসলাম

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না : মোস্তফা জামান

‘মব’ সৃষ্টি করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে ছাত্রশিবির, অভিযোগ ছাত্রদলের 

লর্ডসে ব্যর্থ জাদেজার বীরত্ব, ইংল্যান্ডের নাটকীয় জয়

গমের ব্লাস্ট রোগ দমনে গাকৃবিতে হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শুটিংয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল স্টান্টম্যানের

প্রেমের টানে ভারতে গিয়ে বিপাকে বাংলাদেশি নারী

খুলনায় ট্রেন-ট্রাকের সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ

১০

১৬ জুলাই কৈশোর তারুণ্যে বই ট্রাস্টের ৯ বছরপূর্তি

১১

রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ মইনউদ্দিন

১২

ধলেশ্বরী টোল প্লাজায় দুর্ঘটনা / নিহত ৬ জনের প্রত্যেককে দেড় কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয় : হাইকোর্ট

১৩

ক্লাব বিশ্বকাপকে কি সফল বলা যায়?

১৪

ভোটার হতে আবেদন করা প্রবাসীদের তথ্য দিলেন এনআইডি ডিজি

১৫

২২ বছরের সংসার ভাঙল অভিনেত্রীর

১৬

সৌদিতে বিদেশিদের জন্য নতুন নির্দেশনা

১৭

‘কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে দূরে সরাতে পারবে না’

১৮

আলীর ট্রেলারে ইরফানের ঝলক

১৯

এসএসসির ফলাফলে যমজ ভাইয়ের সাফল্য

২০
X