শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

এবার সিরাজগঞ্জে ছাত্রদল নেতার পদত্যাগ

পদত্যাগের ঘোষণা দেওয়া মো. জোবায়ের হোসেন। ছবি : সংগৃহীত
পদত্যাগের ঘোষণা দেওয়া মো. জোবায়ের হোসেন। ছবি : সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব মো. জোবায়ের হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নিজেকে দল থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

রোববার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, আসসালামু আলাইকুম, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, আমি মো. জোবায়ের হোসেন, শাজাহানপুর থানার ১ নম্বর আশেকপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব। রাজনৈতিক দল বিএনপির চাঁদাবাজি, দখলবাজি, গুম, খুন, হত্যা ইত্যাদি চলমান থাকার কারণে আমি আমার পদ থেকে সরে দাঁড়ালাম এবং রাজনৈতিক সব কর্মকাণ্ড থেকে নিজেকে অব্যাহতি দিলাম।

তিনি আরও লেখেন, যে দল মানুষ খুন করতে দ্বিধা করে না, সে দলে থাকার কোনো অধিকার কোনো ব্যক্তির নেই বলে আমি মনে করি। আজ থেকে বিএনপির সব কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নিলাম। সবাইকে ধন্যবাদ।

এ বিষয়ে জানতে চাইলে শাজাহানপুর থানা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন কালবেলাকে বলেন, জোবায়ের কখনো ছাত্রদলের নিয়মিত কর্মসূচিতে অংশগ্রহণ করত না। একদিন উপস্থিত হয়ে স্থানীয় বিএনপির একটি অংশের সহায়তায় আশেকপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব হিসেবে মনোনীত হয়। কিন্তু পরবর্তীতে সে কোনো কর্মকাণ্ডে যুক্ত ছিল না।

তিনি আরও বলেন, আমাদের সর্বশেষ কমিটিতে তাকে কোনো পদে রাখা হয়নি। সে আমাদের দলের সক্রিয় কর্মী বা নেতা নয়। সে পদে ছিল না, তাই তার পদত্যাগের প্রশ্নও আসে না।

এর আগে ব্যবসায়ী সোহাগ হত্যার নৃশংসতার প্রতিবাদ জানিয়ে কয়েকজন নেতাকর্মী পদত্যাগ করেন। ব্যবসায়ী হত্যার নৃশংসতার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হল শাখা জাতীয়তাবাদী ছাত্রদল কর্মী মোহাম্মদ আবু সায়ীদ পদত্যাগ করেছেন। শনিবার (১২ জুলাই) সকালে ফেসবুকে নিজের অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।

প্রতিবাদ জানিয়ে ছাত্রদলের আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ লিসানুল আলম লিসান পদত্যাগ করেছেন। শুক্রবার (১১ জুলাই) রাত ১২টা ১৬ মিনিটে ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

এ ছাড়া পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য পারভেজ রানা প্রান্ত। সম্প্রতি বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নীতিবহির্ভূতকাজে জড়িত থাকার প্রতিবাদে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আরও এক আহ্বায়ক সদস্য রাকিবুল হাসান রানাও পদত্যাগ করেছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শনিবার (১২ জুলাই) দুপুরে ফেসবুকে নিজের অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তিনি নিজ পদত্যাগের ঘোষণা দেন।

এছাড়া পদত্যাগ করেছেন সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সিনিয়র সহসভাপতি (প্রিন্সিপাল আবুল কাশেম হল) রাসেল মিয়া। শনিবার (১২ জুলাই) ফেসবুকে নিজের আইডিতে পোস্ট দিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

এছাড়া ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সদস্য মুহাম্মাদ রাব্বি মিয়া; গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. জাহিমুর রহমান জিসান ও সাংগঠনিক সম্পাদক মো. ইশতিয়াক রহমান এবং সিলেটের চুনারুঘাট ছাত্রদল ৯ নম্বর রানীগাঁও শাখার পূর্ণাঙ্গ কমিটির সহসভাপতি আরিফুল ইসলাম ইমরুল পদত্যাগের ঘোষণা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের গালি দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

ফরিদপুরে দুদকের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে

বগুড়ায় স্ত্রীর মামলায় স্বামীর জেল-জরিমানা

‘ক্ষমতায় এলে নারীদের নামে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি’

হাওরে নির্মিত অলওয়েদার সড়কে পর্যাপ্ত কালভার্ট রাখা হয়নি : উপদেষ্টা ফরিদা আখতার

মুন্সীগঞ্জের গ্রামে ভয়াবহ আগুন

আহত চবি ছাত্রদের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত নেতারা

পুলিশ দেখে নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার

ম্যাজিস্ট্রেটের সামনেই কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, কারাগারে রেলকর্মী

মৌচাষ উন্নয়নে বিসিকের কার্যক্রম নিয়ে সেমিনার

১০

নিশাঙ্কার শতকে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল লঙ্কানরা

১১

সিটির হারের পর রদ্রির হতাশ স্বীকারোক্তি: ‘আমি মেসি নই’

১২

ঝড়ো ফিফটি করেও দলকে জেতাতে পারলেন না সাকিব

১৩

টঙ্গীতে ২ থানার ওসি একযোগে বদলি

১৪

তারেক রহমানের নেতৃত্বে গণআকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব : হুমায়ূন কবির

১৫

সোবোশ্লাইয়ের দুর্দান্ত ফ্রি-কিকে আর্সেনালকে হারাল লিভারপুল

১৬

নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি আনোয়ার, সম্পাদক হিলালী

১৭

তারেক রহমানকে ঘিরেই রাজনীতিতে পরিবর্তন আনতে চায় বিএনপি

১৮

চীন থেকে ফিরেই নুরকে দেখতে গেলেন নাহিদ-সারজিসরা

১৯

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ / বিএনপির অবারিত সুযোগ, আছে চ্যালেঞ্জও

২০
X