ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, দেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত করতে আমরা আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চেয়েছি। শুধু দেশের শত্রু, মানবতার শত্রু, ইসলামের শত্রুরাই পিআর পদ্ধতির নির্বাচনের বিরোধিতা করতে পারে।
সোমবার (১৪ জুলাই) বিকেলে কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় মুফতি রেজাউল করিম বলেন, যারা ৫৩ বছর রাষ্ট্র শাসন করেছে তাদের পরিচয় জাতি পেয়েছে। এরা বাংলাদেশকে দুর্নীতিতে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন করেছে। হাজার হাজার মায়ের বুক খালি করেছে। লাখো কোটি টাকা পাচার করে কানাডা, লন্ডন, মালয়েশিয়ায় বেগমপাড়া বানিয়েছে। তামাম দুনিয়ার নৃশংসতার সাক্ষী আয়নাঘর তৈরি করেছে। লাখ লাখ মানুষকে কারাবন্দি, জেলবন্দি ও মিথ্যা মামলা দিয়ে পুরো দেশকে কারাগারে রূপান্তরিত করেছে। শুধু কি তাই, জুলাই-আগস্টের ন্যায়-অন্যায়ের ছাত্র-জনতার গণআন্দোলনে পাখির মতো গুলি করে দুই হাজার ছাত্র-জনতাকে খুন করেছে। হাজারো মায়ের আর্তনাদ, মুগ্ধ, আবু সাঈদের আত্মত্যাগের দৃশ্য এখনো চোখের সামনে ভাসছে।
চরমোনাই পীর বলেন, ৫ আগস্ট নতুন স্বাধীনতা পেলেও পাশের দেশের ষড়যন্ত্র থেমে নেই। সুতরাং নতুন স্বাধীনতার অংশীজনদের আচার-আচরণে সংযত হতে হবে। যাতে ঐক্য বিনষ্ট না হয়। সোহাগ হত্যা আইয়ামে জাহেলিয়াতের নির্মমতাকেও হার মানিয়েছে।
প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, কক্সবাজারকে পর্যটনবান্ধব আধুনিক সিটি হিসেবে গড়ে তোলা এবং দেশবিরোধী সব ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা এই জনসভার আয়োজন করে।
জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, কেন্দ্রীয় আমেলা সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, কক্সবাজার জেলা জামায়াতের আমির মাওলানা নুর আহমদ আনোয়ারী, নেজামে ইসলামী পার্টির মাওলানা আবদুল খালেক নিজামী, মাওলানা মুহাম্মদ আলী, এনসিপির যুগ্ম সদস্য সচিব সুজা উদ্দিন, এবি পার্টির কেন্দ্রীয় নেতা সাংবাদিক শামসুল হক শারেক প্রমুখ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কক্সবাজার জেলা সভাপতি মুহাম্মদ আমিরুল ইসলাম মীরের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভার শেষান্তে প্রধান অতিথি চরমোনাই পীর কক্সবাজারের চারটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের চার প্রার্থীকে পরিচয় করিয়ে দেন।
মন্তব্য করুন