

চাঁদপুরের ফরিদগঞ্জে একসঙ্গে বিষপান করেছেন মা ও মেয়ে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নেওয়া হলে মেয়ে জান্নাত আক্তারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চিকিৎসাধীন রয়েছেন মা পারুল বেগম।
মঙ্গলবার (১৫ জুলাই) উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। তারা হলেন- সাহেবগঞ্জ গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীনের স্ত্রী পারুল বেগম ও মেয়ে জান্নাত আক্তার (১৮)।
জানা গেছে, জয়নাল আবেদীন সকালে স্ত্রী পারুল বেগম ও মেয়ে জান্নাত আক্তারকে বকাঝকা করে তার দোকানে চলে যান। বকা দেওয়ায় রাগে, ক্ষোভে, অভিমান করে এক পর্যায়ে মা ও মেয়ে একসঙ্গে বিষপান করেন। পরিবারের সদস্যরা বুঝতে পেরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে জান্নাত আক্তারকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন আছেন পারুল বেগম।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, জান্নাতের মৃত্যুর পর লাশ ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যাওয়ার চেষ্টা করেন জয়নাল। সংবাদ পেয়ে পুলিশ বিষয়টি তদন্ত করছে।
মন্তব্য করুন