রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৫:১৬ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি আবু সাঈদের বাবা

বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে চলছে আয়োজন। ছবি : কালবেলা
বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে চলছে আয়োজন। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। সেই শহীদের বাবা মকবুল হোসেন ‘জুলাই শহীদ দিবসের’ প্রধান অতিথি।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এবার ‘জুলাই শহীদ দিবস’ উদযাপনের আয়োজন চলছে। শহীদ পরিবারগুলোকে শ্রদ্ধা জানাতে মূলমঞ্চের আসনে বসানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টাসহ রাষ্ট্রীয় অতিথিরা থাকবেন দর্শক সারিতে।

বুধবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন এবং বিশেষ অতিথি থাকবেন রংপুরের ২১ জন শহীদ পরিবারের সদস্য। আয়োজনে অতিথি হিসেবে থাকবেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা।

তারা হলেন—আইন ও বিচার উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক-ই-আজম (বীরপ্রতীক)। এ ছাড়াও থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এ মএ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং ইউজিসির সদস্য ড. তানজীমউদ্দীন খানসহ রাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা।

শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে ১৬ জুলাই সূর্য ওঠার আগেই স্মরণযাত্রা শুরু করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শহীদের কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেবেন পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে। সেখানে শ্রদ্ধা জানিয়ে ফিরে এসে সকাল পৌনে ৯টায় শহীদ আবু সাঈদ গেট থেকে শুরু হবে কালো ব্যাজ ধারণ ও শোকর‍্যালি। এরপর একে একে উদ্বোধন করা হবে স্মৃতির নানা চিহ্ন—শহীদ আবু সাঈদ তোরণ, মিউজিয়াম এবং স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর।

সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে আলোচনা সভা। সেখানে অংশ নেবেন শহীদ পরিবারের সদস্য, শিক্ষক, প্রশাসন ও রাষ্ট্রীয় অতিথিরা। এই সভা চলবে দুপুর পর্যন্ত। বিকেলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বাদ আসর কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে মিলাদ ও দোয়া মাহফিল, শহীদদের আত্মার মাগফিরাত কামনায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, জুলাই শহীদ দিবস উপলক্ষে গঠন করা হয়েছে ১১টি উপকমিটি। গৌরবোজ্জ্বল এ দিনটিকে যথাযথ মর্যাদায় পালন এবং শহীদদের স্মৃতিকে সম্মানের সঙ্গে ধারণ করার লক্ষ্যে প্রতিটি উপকমিটি নিরলসভাবে কাজ করে চলেছে। এই কমিটিগুলোর দায়িত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। কেউ দেখভাল করছেন কর্মসূচির সার্বিক সমন্বয়, কেউ তোরণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ, কেউবা অনুষ্ঠানের আলোকসজ্জা, প্রচার, নিরাপত্তা কিংবা মিলাদ মাহফিলের আয়োজন।

এবারের আয়োজনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জুলাই আন্দোলনের দলিলিকরণে। সে লক্ষ্যে তৈরি করা হচ্ছে একটি পূর্ণাঙ্গ ডকুমেন্টারি, যেখানে তুলে ধরা হবে আন্দোলনের পটভূমি, শহীদদের আত্মত্যাগ, সহপাঠীদের স্মৃতি, পুলিশের দমননীতি এবং ক্যাম্পাসজুড়ে ছাত্রদের প্রতিরোধ। সঙ্গে প্রকাশিত হবে একটি স্মরণিকা—যাতে থাকবে জুলাই আন্দোলনের সময়কার গুরুত্বপূর্ণ দলিল, ছবি, শহীদদের সংক্ষিপ্ত জীবনী এবং আন্দোলন-পরবর্তী প্রেক্ষাপটের বিশ্লেষণ।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকত আলী কালবেলাকে বলেন, শহীদ আবু সাঈদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানাতে আমরা দিনটি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখছি না। আমরা চাই—এই দিনটি হোক ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহসের প্রতীক। শহীদের বাবাকে আমরা প্রধান অতিথি করেছি, অন্যান্য শহীদ পরিবারের সদস্যরা বিশেষ অতিথি থাকবেন।

তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয় একদিন শহীদের রক্তে ভিজেছিল, আজ তা গৌরবের অক্ষরে ইতিহাস লিখছে। আমরা তার স্মৃতিকে সংরক্ষণ করছি তোরণ, মিউজিয়াম ও স্মৃতিস্তম্ভের মাধ্যমে; পাশাপাশি চেতনাকে ছড়িয়ে দিচ্ছি শিক্ষার্থী থেকে ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত। আগামীর প্রজন্ম জানুক কীভাবে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে গুলির সামনে দাঁড়িয়েছিল শহীদ আবু সাঈদ। আর যেন ফ্যাসিবাদ ফিরে না আসে, এই প্রজন্ম আবু সাঈদের চেতনা ও আদর্শ ধারণ করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে এটাই আমার চাওয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা

বাংলাকে স্বৈরাচার মুক্ত করতে বুলেটে জীবন যায় ওয়াসিমের

নতুন কোচ পেলেন হামজারা

শিশু সামিয়ার পাশে ঢাকার পুলিশ সুপার

গোপালগঞ্জে সমাবেশের মঞ্চে এনসিপির কেন্দ্রীয় নেতারা

জবি ছাত্রী হলের ফি প্রদানের নোটিশ, শিক্ষার্থীদের ক্ষোভ

আবু সাঈদকে স্মরণ করে জামায়াত আমিরের স্ট্যাটাস

অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন সূর্যের হাসি নেটওয়ার্কে

লাশ পোড়ানো মামলা / পলাতক ৮ আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ

১০

ব্যালন ডি’অরের দৌড়ে কে এগিয়ে, কে পিছিয়ে!

১১

কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

১২

প্রকৌশলীকে লাথি মেরে বের করে দেওয়ার হুমকি জামায়াত নেতার

১৩

গোপালগঞ্জকে সঙ্গে নিয়েই নতুন বাংলাদেশ গড়ব : তাসনিম জারা

১৪

অস্ত্রধারী সন্ত্রাসী সালমান শাহ গ্রেপ্তার

১৫

জেসিআই ঢাকা প্রেস্টিজের ব্যতিক্রমধর্মী সাধারণ সভা অনুষ্ঠিত ও নতুন নেতৃত্ব নির্বাচন

১৬

ভারতীয় সিনেমায় জয়াকে নিয়ে আপত্তি কংগ্রেস নেত্রীর

১৭

রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের : ছাত্রদল সেক্রেটারি

১৮

আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পাসওয়ার্ড কতটা নিরাপদ

১৯

ইতিহাসে রেকর্ড দামের পর দরপতন বিটকয়েনের

২০
X