চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ জন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল আটজনে।
রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো ২৪ ঘণ্টার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
মৃত শিবুচরণ ভৌমিক (৭৪) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা। শনিবার (২৬ জুলাই) ডেঙ্গু আক্রান্ত অবস্থায় তাকে নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুধু চলতি জুলাই মাসেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ছয়জন। এ পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৮১১ জন।
এদিকে, একই সময়ের মধ্যে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন আরও ২২ জন। এ নিয়ে এ বছর চট্টগ্রামে মোট ৭৬৪ জন চিকুনগুনিয়ায় আক্রান্ত হলেন।
এদিকে সিভিল সার্জন কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গু ও চিকুনগুনিয়া পরীক্ষার নির্ধারিত ফি’র বেশি নেওয়ার অভিযোগে নগরীর ২০টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে তলব করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) তাদের কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
মন্তব্য করুন