জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মহাসচিব ডা. তাসনিম জারা বলেছেন, যে ব্যবস্থার কারণে বিগত বছরগুলোতে নিরাপত্তা বাহিনী নাগরিকদের গুম করেছে, খুন করেছে সেই রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন করতেই হবে। আমরা আর ওই ব্যবস্থায় ফেরত যাব না।
সোমবার (২৮ জুলাই) দুপুরে জামালপুর ফৌজদারি মোড়ে এনসিপির পথসভায় তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, সংস্কারের জন্য, জুলাই সনদের জন্য আমরা এখানে এসেছি। সংস্কারে যারা বাধা দেবে, তাদের দেশবাসী মনে রাখবে। রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন করতেই হবে, পরিবর্তন আসতেই হবে।
তিনি বলেন, ‘আমরা বারবার প্রতারিত হয়েছি, এবার আর হবো না। জামালপুরে মেডিকেল কলেজ আছে কিন্তু ছাত্ররা পড়তে পারে না। এ ধরনের মেডিকেল কলেজ আসলে কী কাজে আসছে?’
এ পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। আরও চার বছর অপেক্ষা করতে হতো। আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে আমরা নাকি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছি, আমরা নাকি নির্বাচন চাই না। অথচ কোটা সংস্কার আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে পরিণত করি, গণঅভ্যুত্থান সংঘটিত করে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটিয়েছি। আমরা নির্বাচন চাই তবে তার আগে মৌলিক সংস্কার, বিচার নিশ্চিত করতে হবে।
নাহিদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সভায় জাতীয় নাগরিক পার্টি অংশ নিয়েছে। সেখানে আমরা বলেছি, জাতীয় সংসদের একটি উচ্চ-কক্ষ থাকবে সেখানে প্রত্যেক রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের অনুপাতে প্রতিনিধি থাকবে। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচনে ঐকমত্য হয়নি। এ সিদ্ধান্তে যারা একমত নন তাদের আমরা অনুরোধ করছি তারা যেন আমাদের সঙ্গে একমত পোষণ করে।
নাহিদ ইসলাম আরও বলেন, আমরা পুলিশ, প্রশাসন ও নির্বাচন কমিশনের সংস্কার চাই, যাতে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। পুলিশের এমন সংস্কার চাই যাতে বাংলাদেশের পুলিশ রাজনৈতিক না হয়। নির্বাচন কমিশন যাতে রাজনৈতিক দলের স্বার্থ পূরণ করে—আমরা এমন সংস্কার চাই। বাংলাদেশের পুলিশ হবে জনগণের। নির্বাচনের মাধ্যমে যাতে শুধু ক্ষমতার পরিবর্তন না হয়, যাতে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
মন্তব্য করুন