গাজীপুরের রাজবাড়ী এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে পদযাত্রা ও সমাবেশের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্থানে তাদের তৎপরতা শুরু করে।
এদিকে এনসিপি নেতাদের স্বাগত জানিয়ে নানা স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে। এ ছাড়া টানানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। শহরের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা যায়।
পদযাত্রায় অংশ নিতে পারেন সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসুদ প্রমুখ।
আয়োজকরা বলেন, বিচার, সংস্কার, গণপরিষদ নির্বাচন, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে গাজীপুরে দেশ গড়তে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন