ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল : প্রিন্স

আ.লীগ বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ আধিপত্যবাদী শক্তির ক্রীড়নক হয়ে বিএনপিকে ধ্বংস করে গণতন্ত্র ধ্বংস ও দেশকে দুর্বল করতে চেয়েছিল। জনগণ তা ব্যর্থ করে দিয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের দলীয় সদস্য পদ নবায়ন এবং নতুন প্রাথমিক সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপিকে গণমানুষের শক্তিশালী সংগঠনে পরিণত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বিএনপি শক্তিশালী হলে দেশ ও গণতন্ত্র শক্তিশালী হবে। ফ্যাসিবাদ মুক্ত পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপিকে অধিকতর শক্তিশালী করতে হবে। সব শ্রেণি-পেশার মানুষকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার যে সংগ্রাম শুরু হবে, সে কাফেলায় সংযুক্ত হতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। রাজনীতির গতানুগতিক ধারার পরিবর্তন করতে হবে জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে। বিএনপি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে।

তিনি বলেন, সেজন্যই রাষ্ট্র সংস্কারে ৩১ দফা দিয়েছে এবং এখনো ছাড় দিয়ে যাচ্ছে। আওয়ামী দোসর, দুর্নীতিবাজ, লুটেরাসহ সমাজবিরোধী কাউকে বিএনপির সদস্যপদ দেওয়া যাবে না। বিএনপির কেউ এসব অনৈতিক কাজে জড়িত হলে তার ঠিকানাও বিএনপিতে হবে না। তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, কারও শরীরে কলঙ্কের কালি যেন না লাগে, সে দিকে দৃষ্টি দিতে হবে।

হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর ও পৌর বিএনপির সদস্য সচিব আবদুল আজিজ খানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, নতুন সদস্যদের মধ্যে ট্রাইবাল অ্যাসোসিয়েশন অব্ হালুয়াঘাটের চেয়ারম্যান সুব্রত রেমা ও হালুয়াঘাট মহিলা কলেজের প্রভাষক সিদ্দিকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে তার দলীয় প্রাথমিক সদস্যপদ নবায়ন করেন। উপজেলার নেতারা স্ব স্ব ইউনিয়ন ও ওয়ার্ড থেকে তাদের দলীয় প্রাথমিক সদস্যপদ নবায়ন করেন। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, শিক্ষক, কৃষক, রিকশাচালক, গৃহবধূ, মসজিদের ইমাম, হিন্দু, গারো, চাকরিজীবী বিএনপির নতুন সদস্যপদ গ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবির সুইমিংপুলে সায়মার মৃত্যু, তদন্ত প্রতিবেদন প্রকাশ

মুন্সীগঞ্জে টেলিভিশন ও মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সজল, সম্পাদক শিমুল

গণভোটের নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র জাতি মানবে না : এনামুল হক

মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি : নুরুদ্দিন আহাম্মেদ অপু

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল নিখোঁজ রাব্বির বস্তাবন্দি মরদেহ

নদভীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ১৩ কোটি টাকা আত্মসাতের মামলা

নির্বাচন বানচালে যত ষড়যন্ত্রই হোক রুখে দিতে হবে : এমরান চৌধুরী

চট্টগ্রাম থেকে অপহৃত কাস্টমস কর্মকর্তার মরদেহ মিলল ফেনীতে

বিএনপিকে কোনো দল পরাজিত করতে পারবে না : রেজাউল করিম

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার অপসারণ চেয়ে বিক্ষোভ

১০

বন্ধ হচ্ছে অবৈধ ফোন, যেভাবে জানবেন আপনারটা বৈধ

১১

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

১২

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার্থীরাই আগামীর পাথেয় : নোবিপ্রবি উপাচার্য

১৩

দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার, কম্পিউটার পণ্য ক্রয়ে বিশেষ সুবিধা

১৪

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ যুবক নিহত

১৫

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উত্তরখানে দোয়া মাহফিল

১৬

মসজিদের ছাদ থেকে নিখোঁজ অটোচালকের মরদেহ উদ্ধার

১৭

রাজনৈতিক দলগুলোকে মাথা ঠান্ডা রাখতে হবে : মান্না

১৮

দেশের যেসব বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস

১৯

৯ বিদেশির দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০
X