দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে বিএনপির বিজয় র‍্যালিতে অতর্কিত হামলা, আহত ১৫

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফেনীর দাগনভূঞায় বিজয় র‍্যালি। ছবি : কালবেলা
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফেনীর দাগনভূঞায় বিজয় র‍্যালি। ছবি : কালবেলা

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফেনীর দাগনভূঞায় একটি বিজয় র‍্যালিতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মঙ্গলবার (০৫ আগস্ট) সকালে আয়োজিত র‌্যালিটিতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মহিলা দল ও ছাত্রদল নেতাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন জানান, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিজয় র‍্যালিটি চৌমুহনী রোড থেকে শুরু হয়ে পৌর শহরের জিরোপয়েন্ট এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা কিছু আওয়ামী সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়।

তিনি অভিযোগ করে বলেন, হামলাকারীরা বিএনপি থেকে বহিষ্কৃত এক নেতার নেতৃত্বে এ হামলা চালায়। এ সময় মোবাইল ছিনতাই ও মারধরের ঘটনাও ঘটে।

আকবর হোসেন আরও জানান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, আবুল হাশেম বাহাদুর এবং ছাত্রদল থেকে বহিষ্কৃত এক নেতা এ হামলার নেতৃত্ব দিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা হামলার জবাব না দিয়ে শান্তি বজায় রাখার চেষ্টা করেছি। কিন্তু র‍্যালি শেষে ফেরার পথে আমাদের নেতাকর্মীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।’

হামলায় উপজেলা মহিলা দলের সভাপতি জাহান আরা বেগম, ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজীব, সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক, ইঞ্জিনিয়ার সহেল, সরোয়ারসহ ১৫ জন নেতাকর্মী আহত হন বলে দাবি করেন তিনি।

অপরদিকে, অভিযুক্ত পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন বলেন, ‘আমরা জিরোপয়েন্টে রক্তদান কর্মসূচিতে অংশ নিচ্ছিলাম। এ সময় বিজয় র‍্যালি থেকে আমাদের উদ্দেশে কটূক্তি করা হলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। তবে আমরা তা নিয়ন্ত্রণে আনি। হামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’

এ বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, ‘বিজয় র‍্যালিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন চার ধরনের ভিসা চালু করল আমিরাত, পরিবর্তন পুরোনো নিয়মেও

সাকিবকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত উপদেষ্টা আসিফের

ডেঙ্গুতে ঝরল আরও ৩ প্রাণ, হাসপাতালে ৭৩৫

দেশে নির্বাচনের সময়ক্ষেপণের ষড়যন্ত্র চলছে : এম এ মালেক

১৩ মাসে ১৪ খুন, উদ্বিগ্ন জনসাধারণ

৪০ কোটি টাকা পাচার, ১৪ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা 

ষড়যন্ত্রকারীরা গণতন্ত্রকে রুখতে পারবে না : গয়েশ্বর

লোভনীয় অফারে হাতিয়ে নিত মোটা অঙ্কের টাকা, গ্রেপ্তার ৫

গ্রেপ্তার হতে যাচ্ছেন থালাপতি বিজয়?

জাপার রওশনপন্থি মহাসচিব মামুনুর রশীদের ৬ দিনের রিমান্ড

১০

দুর্গাপূজায় অসহায়দের পাশে সনাতনী অধিকার আন্দোলন

১১

বিদ্যুৎস্পৃষ্টে কোরআনে হাফেজের মৃত্যু

১২

‘বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সমন্বিত স্বাস্থ্যখাত তৈরি করা হবে’ 

১৩

৮৯ বার পেছাল রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন

১৪

নিজের জন্য সঠিক পারফিউম বাছাই করবেন কীভাবে

১৫

বিমানবন্দর থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৬

এবার দুর্নীতির মামলায় সাবেক বিচারপতি মানিক গ্রেপ্তার

১৭

পদ্মার এক ঢাই মাছ প্রায় অর্ধলাখ টাকায় বিক্রি

১৮

ঝড় তুললেন পরী মণি

১৯

রেলিং ভেঙে ঝুলে পড়ল ট্রাক

২০
X