রাজশাহীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম মহবুল ওরফে কালু (৫২)। বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ এলাকায়।
মঙ্গলবার (০৫ আগস্ট) সন্ধ্যায় রাজশাহী মহানগরের হড়গ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৫ এর রাজশাহী সিপিএসসির একটি দল এ অভিযান চালায়।
বুধবার (০৬ আগস্ট) সকালে র্যাব-০৫ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, সাত বছর আগে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকায় বিপুল পরিমাণ হেরোইনসহ মহবুলকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। সেই মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
তবে তিনি ছিলেন আত্মগোপনে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক কারবারি মহবুলকে গ্রেপ্তারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, ‘আসামিকে র্যাব গ্রেপ্তারের পর প্রথমে থানায় হস্তান্তর করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
মন্তব্য করুন