মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

কমে যাচ্ছে তিস্তার পানি, দেখা দিয়েছে চর্মরোগ

দীর্ঘ সময় দূষিত পানিতে চলাফেরা করায় অনেকের দেখা দিয়েছে ডায়রিরাসহ নানা চর্মরোগ। ছবি : কালবেলা
দীর্ঘ সময় দূষিত পানিতে চলাফেরা করায় অনেকের দেখা দিয়েছে ডায়রিরাসহ নানা চর্মরোগ। ছবি : কালবেলা

তিস্তার পানি কমে যাচ্ছে। পানি নেমে যাচ্ছে প্লাবিত এলাকার বাড়িঘর থেকে। তবে বানভাসি মানুষের দুর্ভোগ এখনো কমেনি। দীর্ঘ সময় দূষিত পানিতে চলাফেরা করায় অনেকের দেখা দিয়েছে ডায়রিরাসহ নানা চর্মরোগ।

বানভাসি মানুষের পায়ের আঙুলের ফাঁকে লালচে ও সাদা ফ্যাকাশে রঙের ঘা দেখা দিয়েছে। কারও কারও পা ফুলে যাচ্ছে। বয়স্ক ও শিশুরা এ রোগে বেশি আক্রান্ত হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে তিস্তার বন্যাকবলিত এলাকায় গিয়ে দেখা যায়, বাড়িঘর থেকে পানি নেমে যাওয়ায় ফিরছেন অনেকে। তবে এখনো নিম্নাঞ্চলের অনেক বসতবাড়িতে পানি রয়েছে।

দূষিত পানি ও স্যাঁতসেঁতে পরিবেশের কারণেই তাদের চুলকানি, খোসপাঁচড়া রোগ হচ্ছে। অনেক বানভাসি এখনো তিস্তা বাঁধের রাস্তায় একচালা ঘর করে গবাদি পশু নিয়ে বসবাস করছেন। বাঁধেই চুলা জ্বালিয়ে করছেন রান্না।

তিস্তার ভাঙনে বারবার বসতভিটা সরিয়ে নিঃস্ব বানভাসি মানুষ রাস্তার ধারে মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছেন। কর্মহীন এসব মানুষ অর্থকষ্টে রয়েছেন। চেয়ে আছেন সরকারি সহায়তার দিকে। যারা দুবেলা ভাতের জোগান দিতে পারেন না, তারা ওষুধ কিনবেন কী দিয়ে। তাই সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসা সহায়তার দাবি জানিয়েছেন তারা।

লালমনিরহাট সদর উপজেলার কালমাটি এলাকার বাসিন্দা মোমেনা বেওয়া (৭০) বলেন, বন্যার পানি নেমে গেলেও এখনো বসত ভিটার মেঝে কাদা ও স্যাঁতসেঁতে থাকায় চলাফেরা করতে কষ্ট হচ্ছে। এজন্য পায়ে হয়েছে ঘা।

বন্যাকবলিত আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের ২নং স্পার বাঁধ এলাকার বাসিন্দা শফিকুল (৪০) জানান, গত এক সপ্তাহ থেকে আমার বসতভিটায় পানি জমে আছে। রাস্তার ওপর একচালা ঘর করে গরু-ছাগল রেখেছি এবং রান্নাও করছি রাস্তায়। গত দুদিনে ঘর থেকে পানি নেমে গেলেও উঠানে কাদা পানি। সব সময় পানিতে চলাফেরা করায় পরিবারের প্রায় সবারই পায়ে চুলকানি হয়েছে। ওষুধ খেয়েও চুলকানি থামছে না।

এদিকে গত দুদিন থেকে তিস্তার পানি বিপৎসীমার নিচ দিয়ে বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে তিস্তা ডালিয়া পয়েন্টের পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ বিষয়ে লালমনিরহাট সিভিলে সার্জন ডা. আব্দুল হাকিম বলেন, বন্যায় দূষিত পানিতে দীর্ঘ সময় চলাফেরা করার কারণে ডায়রিয়াসহ নানা চর্মরোগ দেখা দিতে পারে। এজন্য পানি ফুটিয়ে পান করতে হবে, চলতে হবে সতর্ক অবস্থায়। নিয়মিত সাবান ব্যবহার করে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। এসময় তিনি বন্যার্তদের নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা ও পরামর্শ নেওয়ার পরামর্শ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিম শাহর বাড়ি লক্ষ্য করে গুলি

সরকারি মেডিকেল কলেজে কমলো ৩৫৫ আসন

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ জানা গেল, আবেদনে যোগ্য যারা

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৫

বিইউএফটি জাতীয় কুইজ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

স্বাগতিকদের অম্লমধুর দিন

রাতে রাজধানীর আরেক জায়গায় ককটেল বিস্ফোরণ

এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ

জামিনে বেরিয়ে সংঘবদ্ধ করার চেষ্টা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্লট বা ফ্ল্যাট হস্তান্তরে কারও অনুমতি লাগবে না : গণপূর্ত মন্ত্রণালয়

১০

কুড়ির এশিয়ান কাপে সঙ্গী চীন

১১

প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

১২

বন্দর ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মাশুল নিয়ে দর-কষাকষি চলছে : নৌ উপদেষ্টা

১৩

দিল্লিতে বিস্ফোরণের আগে ‘রহস্যময়’ অভিযান, যা জানা গেল

১৪

দেশ কীভাবে পরিচালিত হবে ৩১ দফায় সবই রয়েছে : হারুনুর রশিদ

১৫

কর্মজীবী নারীদের নতুন প্রস্তাব দিলেন জামায়াত আমির

১৬

আমিনুলের ঘোষণায় শুরু হচ্ছে বিসিবির নতুন যুগ

১৭

হামিমের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে ফ্রি মেডিকেল ক‍্যাম্প

১৮

দিল্লি কাঁপানো ৩৭ মিনিট, কী ঘটেছিল

১৯

বার্সাকে না জানিয়েই ক্যাম্প ন্যু’তে ফিরেন মেসি!

২০
X