জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় জড়িত সন্দেহে আটক অভিযুক্ত বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নামে মামলা করা হয়েছে।
শনিবার (১৭ জুন) দুপুরে বকশীগঞ্জ থানায় মামলাটি করেন সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম। এর আগে সকালে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা দেবীগঞ্জের চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া থেকে তাকে আটক করা হয়।
সাংবাদিক হত্যায় জড়িত চেয়ারম্যানকে আটকের সত্যতা নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। সংবাদ সম্মেলন করে বিষয়টি বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
মন্তব্য করুন