আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনে জেলা সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রার্থী ঘোষণা করেছে।
সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় বগুড়া জেলা জেলা সমাজতান্ত্রিক দলের (বাসদ) সদস্য শ্যামল বর্মন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
প্রার্থীরা হলেন বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাসদ নেতা শাজাহান আলী, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মাসুদ পারভেজ, বগুড়া-৩ (আদমদিঘী-দুপচাঁচিয়া) আসনে সুরেশ চন্দ্র দাস মনো, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সাইফুজ্জামান টুটুল, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বাবু সন্তোষ সিং, বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচন অ্যাডভোকেট দিলরুবা নূরী এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে শহিদুল ইসলাম।
এর মধ্যে বগুড়া-৬ ও বগুড়া-৭ আসন বেগম খালেদা জিয়ার আসন বলে পরিচিতি। ১৯৯০ সালের পর থেকেই তিনি এই আসন দুটিতে প্রার্থী হয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে আসছেন। এবার খালেদা জিয়ার আসনে বাসদ একজন নারী প্রার্থী দিয়েছেন। বগুড়া-৬ এ দেওয়া হয়েছে অ্যাডভোকেট দিলরুবা নূরী এবং বগুড়া-৭ এ দেওয়া হয়েছে শহিদুল ইসলাম নামের এক নেতাকে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ আগস্ট সন্ধ্যায় বগুড়া জেলা বাসদের দলীয় কার্যালয়ে জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম পল্টুর সভাপতিত্বে সদস্য সচিব দিলরুবা নূরীর সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাস। সভায় সর্বসম্মতিক্রমে বগুড়া ৭টি আসনে প্রার্থী নির্ধারণ করা হয়।
মন্তব্য করুন