ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেল ঘাট রউফ নগর এলাকায় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়ে পুলিশ অভিযান চালিয়ে কারখানায় তৈরিকৃত অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান।
তিনি জানান, গতকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা জেলা পুলিশ, ঢাকা জেলা ডিবি পুলিশ (দক্ষিণ), কেরানীগঞ্জ দক্ষিণ ও মডেল থানা পুলিশের সমন্বয়ে একটি টিম কারখানাটিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অস্ত্র তৈরির সময় হাতেনাতে রিপন (৩৫) ও শাহিন (২৭) নামের দুই কারিগরকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে তৈরিকৃত দুটি দেশীয় রিভলবার উদ্ধার করা হয়।
ঢাকা জেলার পুলিশ সুপার আরও জানান, নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির লক্ষ্যে একটি চক্র কাজ করছে বলে আমাদের কাছে তথ্য ছিল। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অস্ত্র কারখানাটির সন্ধান পেয়ে এই অভিযান পরিচালনা করি।
মন্তব্য করুন