দিনাজপুরের বিরামপুরে মোটরসাইকেল থেকে পড়ে মা ও শিশু নিহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পৌরশহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কোহিনুর বেগম (২৭) ও তার ছেলে রিশাত কাইফ (২ মাস)। কোহিনুর বেগম উপজেলার ধানঘরা এলাকার গোলাম রব্বানীর স্ত্রী। তিনি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য সহকারী পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সন্তান রিশাত কাইফকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরছিলেন। পথে বিরামপুর শহরের সোনালী ব্যাংকের সামনে একটি অটোরিকশার ধাক্কায় স্ত্রী ও সন্তান দিনাজপুর-গোবিন্দঞ্জ আঞ্চলিক মহাসড়কে ছিটকে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই কোহিনুর ও ছেলে কাইফের মৃত্যু হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মা ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মন্তব্য করুন