রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১২:০২ এএম
অনলাইন সংস্করণ

সাড়ে ৪ হাজার মানুষ পানিবন্দি, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র

রাজশাহীর প্লাবিত এলাকা। ছবি : কালবেলা
রাজশাহীর প্লাবিত এলাকা। ছবি : কালবেলা

রজাশাহীর পদ্মা নদীর পানি বিপষসীমা ছুঁই ছুঁই। এমন পরিস্থিতিতে জেলায় পানিবন্দি হয়ে পড়েছে সাড়ে ৪ হাজার মানুষ। ফলে এক ধরনের আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে চরবাসীর। রাজশাহীতে বিপদসীমা ১৮ দশমিক ০৫ মিটার।

শুক্রবার (১৫ আগস্ট) পদ্মা নদীর রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ১৭ দশমিক ৪৯ মিটার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- প্লাবিত এলাকায় খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। ইতোমধ্যে সঙ্কটময় পরিস্থিতিতে মোকাবেলায় খোলা হয়েছে কন্ট্রোলরুম। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জনপ্রতিনিধির নম্বর দেওয়া হয়েছে। ফলে ভোক্তভোগিরা যোগাযোগ করে দ্রুত সেবা নিকে পারবেন। এছাড়া সরকারিভাবে দুই উপজেলায় ত্রাণ বিতরণ করা হয়েছে। একটি ইউনিয়নের জন্য ত্রাণ বিতরণ প্রস্তুতি সম্পন্ন রাখা হয়েছে।

পদ্মা নদী প্রবাহিত হয়েছে রাজশাহী জেলার পবা, গোদাগাড়ী ও বাঘা উপজেলার কিছু অংশজুড়ে। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঘা উপজেলার চরকরাজাপুর ইউনিয়ন। এই ইউনিয়ের ৩৫০ এবং গড়গড়ি ইউনিয়নের ২০০ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। বেশি ক্ষতি হয়েছে চররাজাপুর ইউনিয়নের পাঁচটি ওয়ার্ড নদীভাঙ্গনের কবলে পড়েছে।

এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার বলেন, চররাজাপুর ইউনিয়ের ৩৫০ ও গড়গড়ি ইউনিয়নের ২০০ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। অনেকের বাড়িতে পানি উঠে গেছে। কারও কারও উঠতে বাকি। ত্রাণ বিতরণ করা হয়েছে। চরবাসীদের জন্য আশ্রয় কেন্দ্র ও কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়া উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পদ্মার মধ্যে ১৫টি চরে বন্যায় দুটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে এই ছুটি কার্যকর করা হয়। শিক্ষার্থীদের জন্য ছুটি ঘোষণা করা হলেও অফিস নিয়মিত চলছে এবং শিক্ষকদের বিদ্যালয়ে সময়মতো আসা যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

অপরদিকে পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের চরখিদিরপুর, চর তারানগর ও চর নবীনগরের বাসিন্দারা পানিবন্দি হয়েছেন। এই চরগুলোতে তিন হাজার মানুষের বসবাস হলেও এখনও ১৫০০ মানুষ সেখানে রয়েছে। বাকি মানুষ নদীর পানি বৃদ্ধির ফলে লোকালয়ে চলে এসেছেন। এনিয়ে শামপুর গ্রামের শ্যামপুর দাখিল মাদ্রাসায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

চর খিদিরপুরের বাসিন্দা মাসুদ বলেন, পদ্মার পানি বেড়েছে। জেগে উঠা চরগুলো ডুবে গেছে। ফলে চরের বেশিরভাগ মানুষ লোকালয়ে চলে এসেছে। এছাড়া গবাদি পশু নদী থেকে লোকালয়ে নিয়ে আসা হয়েছে। ফলে এক ধরনের গোখাদ্যের সংকট দেখা দিয়েছে।

এ বিষয়ে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ কালবেলাকে বলেন, হরিয়ান উপজেলার এই চরে তেমন মানুষ বসবাস করে না। মূলত গবাদিপশুর চারণভূমি। চরগুলোতে ৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে অনেকেই লোকালয়ে ফিরেছে। এখনও ১৫০০ মানুষ ফিরেনি। তাদের গবাদিপশু রয়েছে চরে। তাদের সরকারিভাবে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। শুক্রবারও চরে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘সকালে ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রতি বস্তায় ১৪ কেজি করে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত প্রতি বস্তায় খাদ্য সামগ্রী হিসেবে- চাল, ডাল, চিনি, লবণ, তেল, হলুদের গুঁড়া, ধনিয়া ও মরিচের গুঁড়া ছিল। এই মানুষগুলোর কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা তাদের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছি। এটি শুধু শুরু। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে, আমাদের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।’

এদিকে, গোদাগাড়ী ইউনিয়নে আষাড়িয়াদহ ইউনিয়ন পদ্মার চরে। এই ইউনিয়নে সবচেয়ে বেশি মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। দেখা দিয়েছে নদী ভাঙন। এক ধরনের আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে চরবাসীর।

এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ কালবেলাকে বলেন, এই চরে আড়াই হাজার মানুষ পানিবন্দি। ত্রাণ বিতরণ করা হবে। কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জনপ্রতিনিধির নম্বর দেওয়া হয়েছে। তারা সর্বক্ষণিক যোগাযোগ করতে পারবেন।

পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক কালবেলাকে বলেন, গত তিনদিন ধরে রাজশাহীতে পদ্মার পানি স্থিতিশীল অবস্থায় রয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ছয়টায় পদ্মা নদীর রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ৪৯ মিটার। বৃহস্পতিবার ও বুধবারও একই সময়ে পানির উচ্চতা এটাই ছিল। পানি বৃদ্ধি ও কমার বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিমসহ বিসিবির নির্বাচন থেকে আরও সরে দাঁড়ালেন যারা

মো. বিল্লাল হোসেনের প্রথম গ্রন্থ ‘শৈশবের দুঃস্বপ্ন’ প্রকাশিত

ভিন্নরূপে ঐশ্বরিয়া

এই ৩ ফলের রসে স্বাভাবিকভাবে বাড়বে সন্তানের উচ্চতা

হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকার আনোয়ারুজ্জামান আনোয়ারের

বরিশালের স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান বৌদ্ধ সম্প্রদায়ের

ডাকযোগে আবেদন করুন মেট্রোরেলে

ইলিশ চুরির অভিযোগে হাত-পা বেঁধে ২ শিশুকে নির্যাতন

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বিএনপি : আমিনুল হক

১০

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

১১

শক্তিশালী বৃষ্টিবলয়ের প্রভাব কয়দিন থাকবে, জানা গেল

১২

সরকারি চাকরিজীবীরা কবে থেকে পে-স্কেল পাবেন, জানালেন অর্থ উপদেষ্টা

১৩

দুর্গম পাহাড়ে বন্দি নারী-শিশুসহ ৮ জনকে উদ্ধার

১৪

জানালা খুলে ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

১৫

১৫ বছর ধরে আলাদা থাকছেন গোবিন্দ-সুনীতা

১৬

বাজেট পাসে ব্যর্থ সিনেট / যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

১৭

ঢাকাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির শঙ্কা

১৮

খাগড়াছড়ির সেই কিশোরীর ‘ধর্ষণের আলামত পাননি’ চিকিৎসক

১৯

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

২০
X