নেত্রকোনার কেন্দুয়ায় ডিশ ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ১১নং চিরাং ইউনিয়নের সাগুলী গ্রামে এ ঘটনা ঘটে।
১১নং চিরাং ইউনিয়নের চেয়ারম্যান এনামুল কবির খান সাগুলী গ্রামে ডিশ ব্যবসা নিয়ে এ সংঘর্ষের সত্যতা স্বীকার করেছেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, সাগুলী গ্রামের আলমগীর ও কালাম নামে দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে ডিশের ব্যবসা করে আসছেন। গত কিছুদিন আগে তাদের দুজনের মধ্যে ডিশ ব্যবসার আধিপত্য নিয়ে মারামারি হয়। এ ব্যাপারে থানায় মামলাও হয়েছে। তারই জের ধরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দুপক্ষের মধ্যে আবার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক শরিফুজ্জামান বলেন, সাগুলী গ্রামের মারামারির ঘটনায় ১০ জন রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন।
কেন্দুয়া থানার উপপরিদর্শক তানভীর মেহেদী জানান, উপজেলার সাগুলী গ্রামের দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন