পাবনার সুজানগরে চুরির মামলায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরির মালামালও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার পাঁচজন হলেন সুজানগর পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জায়দুল হক (৪২), সুজানগর উপজেলার ভাবানীপুর গ্রামের বাসিন্দা কামরুল হাসান (৩০), সুইট (২৮), তারাবাড়িয়া গ্রামের রবিউল ইসলাম (৩৫) ও রায়পুর গ্রামের রবিউল ইসলাম (৩৮)।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে একটি পানির পাম্প, একটি গ্যাস সিলিন্ডার, কয়েকটি জমির দলিল, একটি ফ্রিজ, একটি জেনারেটর ও একটি এসি উদ্ধার করা হয়। এসব তারা চুরি করেছিল। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, সুজানগর উপজেলার মালিফা গ্রামের আবদুস সবুর নামের এক ব্যক্তি ব্যবসায়িক কাজে ঢাকায় থাকেন। তার গ্রামের বাড়ির ভবনের দুটি ইউনিট রয়েছে। তিনি ঢাকা থেকে গ্রামে এলে একটিতে থাকেন। অপরটিতে তার ভাই বসবাস করেন। তার ইউনিটটি বেশির ভাগ সময় তালাবদ্ধ থাকে।
চুরির বিষয়ে মামলায় বলা হয়, গত ১০ আগস্ট রাতে আবদুস সবুরের ঘরের তালা ভেঙে এসি, ফ্রিজ, টিভিসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ১৩ আগস্ট ঢাকা থেকে ফিরে তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
গ্রেপ্তারের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘মামলার পর পুলিশ সুপার আকবর আলী মুন্সির নির্দেশে জেলা পুলিশের একটি দল চোরদের খুঁজতে মাঠে নামে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রথমে জায়দুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেপ্তার করে এবং চোরাই মালামাল উদ্ধার করে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বাড়িটির তালা ভেঙে মালামাল চুরির কথা স্বীকার করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
মন্তব্য করুন