শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
খুলনা ব্যুরো
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার উন্নয়নে অঙ্গীকারবদ্ধ পারভেজ মল্লিক

মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে পারভেজ মল্লিক। ছবি : সংগৃহীত
মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে পারভেজ মল্লিক। ছবি : সংগৃহীত

তরুণদের সৃজনশীলতা, প্রযুক্তিগত শিক্ষা ও বাস্তব জীবনমুখী শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিক।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) খুলনার তেরখাদায় মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ মল্লিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তেরখাদার ১৪টি স্কুল ও মাদ্রাসার জেনারেল ও ভোকেশনাল বিভাগের ৬১ জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের ক্রেস্ট ও বই উপহার দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান পারভেজ মল্লিক।

এসময় তিনি বলেন, তোমাদের এই জিপিএ ৫ প্রমাণ করে অধ্যবসায় ও পরিশ্রমের ফল সব সময় মিষ্টি হয়। এই জিপিএ ৫ জীবনের প্রথম একটি ধাপ মাত্র। আগামীর পৃথিবীতে নিজেদের জায়গা করে নেওয়ার জন্য তোমাদের চ্যালেঞ্জ নিতে হবে। তোমাদের সৃজনশীলতা, প্রযুক্তিগত শিক্ষা ও বাস্তব জীবনমুখী শিক্ষায় শিক্ষিত হতে হবে।

পারভেজ মল্লিক বলেন, তেরখাদা হলো একটি অবহেলিত প্রত্যন্ত অঞ্চল। এই অন্তর থেকে পড়াশোনা করে নিজেকে এগিয়ে নেওয়া যে কতটা কঠিন এই বাস্তবতা আমরা অন্তত উপলব্ধি করেছি। এই অঞ্চলের অনেকেই মাঝপথে শিক্ষা থেকে ঝরে যায়। তাই কেউ যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় তার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর এই মেরুদণ্ডকে দাঁড় করানোর জন্য আপনারা নিরলসভাবে কাজ করে চলেছেন। তোমাদের সামনে অপার সম্ভাবনা। আমরা প্রত্যাশা করি তোমাদের মধ্য থেকে আগামী দিনের নেতৃত্ব গড়ে উঠবে।

মজিদ মল্লিক ফাউন্ডেশনের কার্যক্রম উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের মাদকাসক্ত থেকে দূরে রাখতে ইতোমধ্যেই আমরা নানা পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের এই কাজের উদ্দেশ্য হলো এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন করা ও এই অঞ্চলের তরুণ প্রজন্মকে সুশিক্ষার মাধ্যমে গড়ে তোলা। আমরা যদি সম্মিলিতভাবে কাজ করতে পারি তাহলে আমরা আমাদের উদ্দেশ্য সফল করতে পারব।

তিনি আরও বলেন, আমাদের এই অঞ্চলের নারীদের কর্মসংস্থান ও শিক্ষার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। এছাড়াও বেকারত্ব এই অঞ্চলের একটি বড় সমস্যা। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আর এই বেকারত্ব ও অল সত্যের কারণেই এই অঞ্চলে নিয়মিত অনেক সমস্যা লেগে আছে। যদি আমরা এই মানুষগুলোকে কর্মসংস্থানের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে তাদের যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে তেমনি এই এলাকার অভ্যন্তরীণ সমস্যাগুলো ও সমাধান হবে।

এর আগে, বুধবার (২৭ আগস্ট) মজিদ মল্লিক ফাউন্ডেশন থেকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনা সভার আয়োজন করা হায়। এসময় পারভেজ মল্লিক বলেন, শুধু প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা এগিয়ে নেয়ার জন্য আমরা কাজ করছি না। এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষাসহ বিদেশে পড়াশোনার জন্য সার্বিক সহযোগিতার ব্যবস্থা আমরা করছি। হয়তো আমরা শিক্ষার্থীদের সম্পূর্ণ ফান্ডিং এর ব্যবস্থা করতে পারব না। কিন্তু কিন্তু বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের আবাসনসহ প্রয়োজনীয় ফ্যাসিলিটিরগুলোর ব্যবস্থা করার লক্ষ্যে আমাদের কার্যক্রম চলমান আছে।

এ সময় উপস্থিত ছিলেন, তেরখাদা উপজেলা বিএনপির, তেরখাদা থানা ছাত্রদলের প্রতিষ্ঠা সভাপতি মো. বিল্লাল হোসেন, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম মোস্তাক আহমেদ, তেরোখাদা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ রবিউল ইসলাম লাখু, তেরোখাদা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সরদার জিয়াউর রহমান, তেরখাদা উপজেলা বিএনপি নেতা, শেখ আসাবুর রহমান, গোলজার আলম, শেখ লালিম, আরিফ শেখ, বাহার মোল্লা, এনামুল শেখ, মো. তফসির ফকির, আজিজ, চৌধুরী সবুজ, জুয়েল, এনামুল শেখ, ছাত্রদল নেতা বনি আমিন, বাবু চৌধুরী, সোহেল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

১০

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

১১

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

১২

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৩

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১৪

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

১৫

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

১৬

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

১৭

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

১৮

চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ : কাদের সিদ্দিকী

১৯

ঢাকার মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

২০
X