লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

ক্লিনিক সিলগালা করা হয় ও স্বাস্থ্যকর্মী। ছবি : সংগৃহীত
ক্লিনিক সিলগালা করা হয় ও স্বাস্থ্যকর্মী। ছবি : সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি প্রাইভেট ক্লিনিকের অপারেশন থিয়েটারে রোগীকে রেখে এক স্বাস্থ্যকর্মীর (নার্স সহকারী) করা টিকটক ভিডিও ভাইরাল হয়। এ ঘটনায় ক্লিনিকটি সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে অভিযান চালিয়ে ওই ক্লিনিকের ‘অপারেশন থিয়েটার’ সিলগালা করেছে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ।

এর আগে বুধবার (২৭ আগস্ট) রাতে এ ঘটনাটি ঘটে। পরে নেটিজেনরা ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে সেটি দ্রুত ভাইরাল হয়ে যায়। পরে এ নিয়ে চলতে থাকে আলোচনা-সমালোচনা।

এ ব্যাপারে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত বলেন, ওই ভিডিওর মাধ্যমে রোগীর গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা পদক্ষেপ নিয়েছি। ওই ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিকটক ভিডিও বানানো ওই অপারেশন থিয়েটারটি লোহাগড়া উপজেলার ফুল কাজীর মোড়ে অবস্থিত প্রত্যাশা ক্লিনিকের। যিনি টিকটকগুলো তৈরি করেছেন তিনি ওই ক্লিনিকের একজন স্বাস্থ্যকর্মী (নার্সের সহকারী) হিসেবে তিনি কাজ করেন। তার নাম প্রিয়া বেগম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ওই ক্লিনিক কর্মীর একাধিক ভিডিওতে দেখা যায়, একজন রোগীকে অপারেশন থিয়েটারে শোয়ানো আছে। তার শরীরের ওপর রক্তমাখা কাপড়। পাশে অস্ত্রপাচারের সরঞ্জামাদি। সেখানে দাঁড়িয়ে রোগীর শরীরে স্পর্শ করে নার্সের মতো পোশাক পরা এক নারী ভিডিও তৈরি করছেন। ভিডিওর সঙ্গে রয়েছে মিউজিক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, অপারেশন থিয়েটারের ভেতরে রোগীকে নিয়ে ভিডিও তৈরি করে রোগীর গোপনীয়তা মারাত্মকভাবে লঙ্ঘন করা হয়েছে। এতে সংশ্লিষ্ট ক্লিনিক কর্তৃপক্ষ ও কর্মীর বিচার দাবি তুলছেন অনেকে।

শেখ কামরুল ইসলাম নামে এক ব্যক্তি মন্তব্য করেন, প্রথমত তাকে এই পেশা থেকে চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয়ত তাকে অন্যের শরীর (ইজ্জত) মা-বোনের সম্মান নষ্ট হওয়ার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তৃতীয়ত তাকেসহ ওই ক্লিনিকের মালিককে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

এমন কাজ করে অন্যায় করেছেন বলে স্বীকার করে ওই স্বাস্থ্যকর্মী বলেন, আমি অন্যায় করেছি। আর কখনো করব না। ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি।

প্রত্যাশা ক্লিনিকের মালিক মো. সেলিম বলেন, ও দুই থেকে তিন মাস আমার এখানে যুক্ত হয়েছে। ওর এ কাজে আমি নিজেই লজ্জিত। আমার আর তেমন কিছু বলার নেই।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত কালবেলাকে বলেন, রোগীর গোপনীয়তা রক্ষার দায়িত্ব তাদের ছিল। ভিডিও প্রকাশ করে তিনি অপরাধ করেছেন। ওই রোগী ও তার পরিবার চাইলে মামলা করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিটনের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় বাংলাদেশের

ফের বাড়ল স্বর্ণের দাম

ট্রাম্পের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, কী ঘটেছে?

নির্বাচনে সমতল জনগোষ্ঠীর সমর্থন চায় বিএনপি : তারেক রহমান

অবসরপ্রাপ্ত শিক্ষক মাহমুদ উল্লাহর ইন্তেকাল

বড় পর্দায় আসছেন প্রভা

‘শক্তি থাকলে আসুক, হাত-পা ভেঙে দেব’, হুঁশিয়ারি জাপা নেতার

বাংলাদেশিরা ৫ কর্মদিবসেই পাবেন যুক্তরাজ্যের ভিসা, তবে...

নুরের ওপর হামলার প্রতিবাদে এবি পার্টির বিক্ষোভ

যে কারণে আগামী মৌসুমে রিয়ালকে আতিথেয়তা দিতে পারবে না লিভারপুল

১০

দত্তক নিয়ে ৩ সন্তানের মা সানি কেন নিজে গর্ভধারণ করেননি

১১

১৭তম সন্তানের জন্ম দিলেন ৫৫ বছরের নারী!

১২

দেশের দুঃসময়ে জিয়া পরিবারের ভূমিকা অনস্বীকার্য : আমান

১৩

চীনে মোদিকে লাল গালিচা সংবর্ধনা, কী ইঙ্গিত করছে?

১৪

গণনা শেষ, পাগলা মসজিদের সিন্দুকে মিলল রেকর্ড টাকা

১৫

সাপের মতো সুযোগ সন্ধানী শেখ হাসিনা ও তার দলবল : অধ্যাপক নার্গিস

১৬

‘বাচ্চা না হলে সংসার ছেড়ে চলে যেতে হবে’

১৭

তিন চমক নিয়ে ইতালির বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা

১৮

২৬ সেপ্টেম্বর থেকে প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশনের আলটিমেটাম

১৯

চার সিদ্ধান্ত জানাল ডাকসুর নির্বাচন কমিশন

২০
X