লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

ক্লিনিক সিলগালা করা হয় ও স্বাস্থ্যকর্মী। ছবি : সংগৃহীত
ক্লিনিক সিলগালা করা হয় ও স্বাস্থ্যকর্মী। ছবি : সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি প্রাইভেট ক্লিনিকের অপারেশন থিয়েটারে রোগীকে রেখে এক স্বাস্থ্যকর্মীর (নার্স সহকারী) করা টিকটক ভিডিও ভাইরাল হয়। এ ঘটনায় ক্লিনিকটি সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে অভিযান চালিয়ে ওই ক্লিনিকের ‘অপারেশন থিয়েটার’ সিলগালা করেছে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ।

এর আগে বুধবার (২৭ আগস্ট) রাতে এ ঘটনাটি ঘটে। পরে নেটিজেনরা ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে সেটি দ্রুত ভাইরাল হয়ে যায়। পরে এ নিয়ে চলতে থাকে আলোচনা-সমালোচনা।

এ ব্যাপারে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত বলেন, ওই ভিডিওর মাধ্যমে রোগীর গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা পদক্ষেপ নিয়েছি। ওই ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিকটক ভিডিও বানানো ওই অপারেশন থিয়েটারটি লোহাগড়া উপজেলার ফুল কাজীর মোড়ে অবস্থিত প্রত্যাশা ক্লিনিকের। যিনি টিকটকগুলো তৈরি করেছেন তিনি ওই ক্লিনিকের একজন স্বাস্থ্যকর্মী (নার্সের সহকারী) হিসেবে তিনি কাজ করেন। তার নাম প্রিয়া বেগম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ওই ক্লিনিক কর্মীর একাধিক ভিডিওতে দেখা যায়, একজন রোগীকে অপারেশন থিয়েটারে শোয়ানো আছে। তার শরীরের ওপর রক্তমাখা কাপড়। পাশে অস্ত্রপাচারের সরঞ্জামাদি। সেখানে দাঁড়িয়ে রোগীর শরীরে স্পর্শ করে নার্সের মতো পোশাক পরা এক নারী ভিডিও তৈরি করছেন। ভিডিওর সঙ্গে রয়েছে মিউজিক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, অপারেশন থিয়েটারের ভেতরে রোগীকে নিয়ে ভিডিও তৈরি করে রোগীর গোপনীয়তা মারাত্মকভাবে লঙ্ঘন করা হয়েছে। এতে সংশ্লিষ্ট ক্লিনিক কর্তৃপক্ষ ও কর্মীর বিচার দাবি তুলছেন অনেকে।

শেখ কামরুল ইসলাম নামে এক ব্যক্তি মন্তব্য করেন, প্রথমত তাকে এই পেশা থেকে চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয়ত তাকে অন্যের শরীর (ইজ্জত) মা-বোনের সম্মান নষ্ট হওয়ার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তৃতীয়ত তাকেসহ ওই ক্লিনিকের মালিককে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

এমন কাজ করে অন্যায় করেছেন বলে স্বীকার করে ওই স্বাস্থ্যকর্মী বলেন, আমি অন্যায় করেছি। আর কখনো করব না। ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি।

প্রত্যাশা ক্লিনিকের মালিক মো. সেলিম বলেন, ও দুই থেকে তিন মাস আমার এখানে যুক্ত হয়েছে। ওর এ কাজে আমি নিজেই লজ্জিত। আমার আর তেমন কিছু বলার নেই।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত কালবেলাকে বলেন, রোগীর গোপনীয়তা রক্ষার দায়িত্ব তাদের ছিল। ভিডিও প্রকাশ করে তিনি অপরাধ করেছেন। ওই রোগী ও তার পরিবার চাইলে মামলা করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা, বাসে আগুনে পুড়ে ২০ জনের মৃত্যু

বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কারের পরিবর্তে চক ব্যবহারের আহ্বান জানিয়েছে ডিবিএল সিরামিকস ‘টাইলচক’ 

বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান কত?

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারল না মিরাজরা

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

১০

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

১১

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

১২

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৩

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

১৪

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

১৫

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

১৬

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১৭

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১৮

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১৯

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

২০
X