নোয়াখালীর সোনাইমুড়ীতে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীবোঝাই একটি বাসের যাত্রীরা। শুক্রবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নদনা পাঁচবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাইজদী থেকে ছেড়ে আসা দ্রুতগতির জননী যাত্রীবাহী বাসটি ব্রেক ফেল করে। এ সময় চালক বাসটি রাস্তার পাশে ক্ষেতে নামিয়ে দেন। বাসটিতে প্রায় ৮০ থেকে ৯০ যাত্রী ছিলেন।
যাত্রী আমেনা জানান, বাসের ভেতর কেউ আহত না হলেও ভয় ও আতংক কাজ করছিল। বড় ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা ছিল।
ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য বাস মালিকদের গাড়ির যান্ত্রিক ত্রুটি নিয়মিত পরীক্ষা করার অনুরোধ জানিয়েছেন সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম।
মন্তব্য করুন