শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৯ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে প্রাণভয়ে পাঁচ দিন গৃহবন্দি দিনমজুর শাজাহানের পরিবার

ভ্যানচালক শাহাজান ও তার পরিবার। ছবি : কালবেলা
ভ্যানচালক শাহাজান ও তার পরিবার। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরের রায়পুরে হামলা ও প্রাণনাশের ভয় দেখিয়ে গত ৫ দিন ধরে এক দিনমজুর পরিবারকে গৃহবন্দি করে রেখেছে তারই সৎ ভাইয়েরা। এতে দুই শিশু শিক্ষার্থীসহ ভ্যানচালক শাজাহানের পরিবার অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। পরিবারের সদস্যরা ঘর থেকে বের হলেই প্রতিপক্ষের লোকজন হামলার চেষ্টা চালাচ্ছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামের মৃধা বাড়িতে।

এ ঘটনা জানতে পেরে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে পুলিশ দিনমজুর শাজাহানকে তার ঘর থেকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে চিকিৎসা করালেও দুপুরে আবারও সৎ ভাইয়েরা কয়েকজন বখাটেকে নিয়ে বসতঘরের সামনে অবস্থান করছে বলে ভুক্তভোগী শাজাহান কালবেলাকে জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, দিনমজুর শাজাহান মৃধার সঙ্গে তারই সৎ ভাই মুক্তার ও ছলেমান গংয়ের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। এরই জেরে গত সোমবার থেকে মুক্তার ভাড়াটে সন্ত্রাসী নিয়ে শাজাহান মৃধার বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার স্ত্রী, বাবা ও মাকে বেদম মারধর করে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় শাজাহান ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করলে আরও ক্ষেপে গিয়ে তাদের ৫ দিন ধরে গৃহবন্দি করে রেখেছে।

স্থানীয় গ্রামবাসীরা জানান, দিনমজুর ভ্যানচালক শাজাহানের পরিবারের লোকজনকে মারধর করার পর তারা এখন আতংকের মধ্যে দিন কাটাচ্ছে। তার সৎ ভাইয়েরা ও হামলাকারী স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় মারধরের সময় আশপাশের কেউই এগিয়ে আসার সাহস পায়নি। ফের হামলার ভয়ে শাজাহান বাড়ি থেকে বের হতে পারছেন না।

এ ঘটনায় জানতে চাইলে সাংবাদিকদের সামনেই শাজাহানকে কুপিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে তেড়ে আসেন অভিযুক্ত মুক্তার হোসেন। সে তাকে দেখে নেওয়ারও হুমকি দেয়।

এ ঘটনায় বামনী ইউপি সদস্য মো. হাসান বলেন, ‘দিনমজুর শাজাহানের পরিবার ও তার সৎ ভাই মুক্তারের জমি নিয়ে বিরোধটি মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু মুক্তারসহ তার ভাইয়েরা কথা শুনেনি। ওরা অনেক বেপরোয়া। কিছুদিন পরপরই তারা হামলায় লিপ্ত হয়।’

রায়পুর থানার এসআই জাহাঙ্গীর বলেন, খবর পেয়ে শাজাহানকে উদ্ধার করা হয়েছে। শাজাহান ও তার সৎ ভাইদের মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব লেগেই আছে। এ ঘটনায় শাজাহান লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১০

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১১

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১২

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৩

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৪

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১৫

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

১৬

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

১৭

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

১৮

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

১৯

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

২০
X