মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

গ্রামবাংলার জনপ্রিয় হাডুডু খেলা দেখতে মানুষের ঢল

ষাটোর্ধ পুরুষের হাডুডু খেলা দেখতে দর্শকের ঢল। ছবি : কালবেলা
ষাটোর্ধ পুরুষের হাডুডু খেলা দেখতে দর্শকের ঢল। ছবি : কালবেলা

চতুর্দিকে হাজারো দর্শকের উল্লাস আর করতালি। কোথাও নেই দাঁড়ানোর এতটুকু জায়গা। কেউ স্কুলের ছাদে, কেউ গাছের ডালে, আবার কেউবা উঁচু জায়গায় দাঁড়িয়ে খেলা দেখায় মত্ত। নারী-পুরুষ-বৃদ্ধ সবার দৃষ্টি খেলার দিকে। তবে এটা ক্রিকেট কিংবা ফুটবল নয়, ছিল গ্রামবাংলার জনপ্রিয় হাডুডু খেলা।

হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এ খেলার আয়োজন করা হয় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১২ নম্বর দড়িচর খাজুরিয়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে। খেলাটি দেখতে ভিড় জমান স্থানীয় খেলাপ্রেমীরা। আয়োজকদের এমন উদ্যোগে খুশি দর্শকরা। আগামীতেও ধারাবাহিকভাবে খেলাটি আয়োজনের কথা জানান তারা।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে বীর মুক্তিযোদ্ধা আদম আলী হাওলাদার ও সাবেক চেয়ারম্যান জাকির হোসেন হাওলাদারের উদ্যোগে ১২ নম্বর দড়িচর খাজুরিয়া ইউনিয়নের বউডুবারচর এলাকায় স্কুল মাঠে এ খেলার আয়োজন করা হয়।

সরেজমিন দেখা গেছে, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ খেলায় অংশ নেন এলাকার ষাটোর্ধ্ব দুটি দলের মোট ১৬ সদস্য। আর্জেন্টিনা একাদশ বনাম ব্রাজিল একাদশ নামে দুটি দল মুখোমুখি হয়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২-১ ব্যবধানে আর্জেন্টিনা একাদশকে হারিয়ে বিজয়ী হয় ব্রাজিল একাদশ। এমন উৎসবমুখর পরিবেশে খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসে শত শত দর্শক।

৬০ বছর বয়সী সাইয়েদ আলী হাওলাদার বলেন, খেলা দেখে খুবই ভালো লাগল। আমার চেয়ে বেশি বয়সের লোকেরা হাডুডু খেলছে। যে বয়সের লোকেরা লাঠি ভর দিয়ে হাঁটে ঠিক সেই বয়সের বৃদ্ধরা খেলোয়াড়। আশা করি এ খেলা ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।

আর্জেন্টিনা একাদশের খেলোয়াড় এরশাদ হাওলাদার (৭০) বলেন, খেলায় অংশগ্রহণের মাধ্যমে মনে হলো যৌবনে ফিরে গেছি। খেলার সময় একবারও মনে হয়নি আমি বৃদ্ধ। জওয়ানরাও আমাদের কাছে হেরে যাবে।

ব্রাজিল একাদশের খেলোয়াড় আ. রব বেপারি বলেন, ছোট থাকতে খেলেছিলাম। আবার ৪০ বছর পর খেলতে নেমেছি। খুবই ভালো লাগল। এ বয়সেও হাডুডু খেলতে পেরেছি। আমাদের কাছে বর্তমানের যুবকরাও হেরে যাবে।

তিনি আরও বলেন, বিয়ের আগে অনেক খেলতাম। আমরা হায়ারে অনেক এলাকায় খেলতে যেতাম। তবে বিয়ে করার পর আর তেমন খেলা হয়নি। আজ আমাদের এলাকায় ষাটোর্ধ্ব বৃদ্ধদের খেলায় অংশগ্রহণ করলাম।

স্থানীয় ইউসুফ আলী হাওলাদার বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী দুই দলীয় হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে স্থানীয়দের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। উনাদের খেলা দেখে মনে হয়নি উনারা বৃদ্ধ।

খেলার আয়োজক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আদম আলী হাওলাদার বলেন, হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য খেলাটিকে পুনরুজ্জীবিত করতে এবং মানুষের মনকে সতেজ রাখতেই আমাদের এই প্রচেষ্টা। এ খেলার আয়োজন করায় স্থানীয় খেলাপ্রেমী ও খেলোয়াড়দের ভীষণ সাড়া পেয়েছি। তাই ভবিষ্যতে খেলাটি ধরে রাখতে ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।

সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন হাওলাদার বলেন, হাডুডু আমাদের জাতীয় খেলা। তবে এখন আর আগের মতো এই খেলার আয়োজন করা হয় না। স্থানীয় একটি সামাজিক সংগঠন নিজেদের উদ্যোগে খেলার আয়োজন করেছে। সবাই অনেক ভালো খেলেছে। আমরা চাই ভালো খেলে জাতীয় পর্যায়ে খেলতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদের প্রথম মঞ্চায়ন ছিল ২০০৬ সালের ২৮ অক্টোবর : রিজভী 

ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে শিশুর মৃত্যু

সংসদ নির্বাচনে প্রার্থী হতে এনসিপি থেকে পদত্যাগ

বিএনপির ৩১ দফা আগামীর বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা : তরুণ দে

কেশবপুরে বিএনপির উঠান বৈঠক

জকসু নির্বাচনে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন

১৭৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডে সন্তুষ্ট ওয়ালটনের বিনিয়োগকারীরা

দ্বিতীয় টি-টোয়েন্টিতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

কবে বিয়ে করবেন তামান্না!

চা না খাওয়ায় রাস্তা বন্ধ করে দিলেন দোকানদার

১০

দুই শিশুর ঝগড়া রূপ নিল ৩ ঘণ্টার সংঘর্ষে

১১

আজ জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে

১২

ঘুষের পুরো টাকা না পেয়ে তদন্তে জালিয়াতির অভিযোগ ডিবি কর্মকর্তার বিরুদ্ধে

১৩

জ্যামাইকা তছনছ করে ধেয়ে যাচ্ছে ‘মেলিসা’, কিউবায় সতর্কতা

১৪

গাছের তৈরি ২২ চাকার বাইকে দাপিয়ে বেড়াচ্ছে যুবক

১৫

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১৬

আজ বিশ্ব স্ট্রোক দিবস

১৭

অ্যালার্জি সম্পর্কে জানুন

১৮

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

১৯

বিপিএলে দল পেতে আগ্রহ প্রকাশ করেছে যে ১০ প্রতিষ্ঠান

২০
X