পাবনার ফরিদপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার খাগরবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- জিয়ারুল (২) ও জোমেলা (১)। তারা সম্পর্কে চাচাত ভাই-বোন।
এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা যায়, শিশু দুটি বাড়ির পাশে জমে থাকা নালার পানিতে খেলছিল। একপর্যায়ে তারা পড়ে যায়। দীর্ঘক্ষণ পর শিশু দুটির মা তাদের সন্ধান না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে নালার পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসনাত জামান বলেন, শিশু দুটির মৃত্যুর ঘটনাটি খুবই কষ্টদায়ক। খবরটি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মন্তব্য করুন