রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

স্কুলে ছাত্রদলের কমিটি নিয়ে সারজিসের কড়া মন্তব্য

আটোয়ারীতে এনসিপির দলীয় কার্যালয়ে জনসাধারণ ও অভিভাবকের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সারজিস আলম। ছবি : কালবেলা
আটোয়ারীতে এনসিপির দলীয় কার্যালয়ে জনসাধারণ ও অভিভাবকের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সারজিস আলম। ছবি : কালবেলা

আওয়ামী লীগের সময়ে ছাত্রলীগ স্কুলগুলোতে কমিটি দেওয়ার সাহস পায়নি। কিন্তু ছাত্রদল কীভাবে মাধ্যমিক স্কুলপর্যায়ে ছাত্রদলের কমিটি দেয়? অভিভাবকদের কাছে প্রশ্ন রেখে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আটোয়ারীতে এনসিপির দলীয় কার্যালয়ে উপস্থিত জনসাধারণ ও অভিভাবকের সঙ্গে মতবিনিময় সভায় ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, কত বড় সাহস থাকলে মাধ্যমিক স্কুল পর্যায়ে ছাত্রদলের কমিটি দেওয়া হয়। আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, আলোয়াখোয়া তপশিল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজে ছাত্রদলের কমিটি দেওয়া হয়েছে। এতে অভিভাবকরা নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন।

তিনি আরও বলেন, ছাত্রদলের কমিটির জন্য যদি এ স্কুলগুলো ধ্বংস হয়ে যায়, শিক্ষার মান শেষ হয়, ছেলেরা যদি মাদকসেবন শুরু করে, মেয়েদের ইভটিজিং করে, মাদককারবারি শুরু করে তখন অভিভাবক হিসেবে আপনারা তাকে দোষ দিতে পারবেন না৷ কারণ যখন কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদলের কমিটি দেওয়া হয় তখন তো অভিভাবক হিসেবে নিষ্ক্রিয় দর্শকের মতো বসে ছিলেন। তখন আপনাদের কোনো অধিকারই নাই শিক্ষার্থী ও শিক্ষককে দোষ দেওয়ার।

এনসিপির এ নেতা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি হতে পারে, যখন একটা সিক্স, সেভেনের বাচ্চার মধ্যে লেজুড়বৃত্তিক রাজনীতি ঢুকিয়ে দেওয়া হবে তখন যদি অভিভাবকরা বলেন, স্কুল খারাপ, শিক্ষক খারাপ, স্কুলে পড়াশোনা ভালো হয় না তখন এটা আপনারা বলতে পারেন না। এ বাংলাদেশে আমরা আর এটা হতে দেব না।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, আপনারা যারা অভিভাবক আছেন যদি স্কুলগুলোর সামনে গিয়ে দাঁড়িয়ে বলতেন, যতদিন না পর্যন্ত স্কুলগুলোতে বাচ্চাদের লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ না হচ্ছে ততদিন পর্যন্ত স্কুলের কার্যক্রম বন্ধ থাকবে, দেখতেন ওই স্কুলে তারপরের দিনই ছাত্রদলের কমিটি বাতিল হয়ে যেত। কিন্তু আপনারা অভিভাবক হয়ে তা করেননি।

সারজিস আলম বলেন, আমি কেন্দ্রীয় ছাত্রদলের সেক্রেটারি নাসির ভাইকে মুঠোফোনে জানিয়েছি যে, আমাদের আটোয়ারী উপজেলাসহ পঞ্চগড় জেলার বিভিন্ন স্কুল-কলেজে ছাত্রদলের কমিটি দেওয়া হয়েছে। তিনি উত্তরে বলেছেন, ছাত্রদলের স্কুলপর্যায়ে কমিটি দেওয়া নিষেধ।

সারজিস আরও বলেন, যদি পঞ্চগড়ের বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রদলের কমিটি বাতিল করা না হয়, তাহলে এনসিপির পক্ষ থেকে আমরা সামনের সারিতে দাঁড়িয়ে থেকে এ লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধের জন্য কঠোর আন্দোলন করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাখালীতে সড়ক অবরোধ, তীব্র যানজট

খুবিতে জব ফেয়ারে শেষ দিনে শিক্ষার্থীদের ভিড়

পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী

ক্রিকইনফোর সর্বকালের সেরা এশিয়া কাপ একাদশে বাংলাদেশের তারকা ক্রিকেটার

তৌহিদ আফ্রিদির সঙ্গে কোনো যোগাযোগ নেই : দীঘি

বদরুদ্দীন উমর দেশে স্বাধীন বিবেকের প্রতীক ছিলেন : তারেক রহমান

জকসু ও সম্পূরক বৃত্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শরীয়তপুরে যুবলীগ নেতা লিটন গ্রেপ্তার

বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে নিয়োগ

হাটহাজারী মাদ্রাসায় সন্ত্রাসী হামলায় জামায়াতের বিবৃতি

১০

মওলানা ভাসানী সেতুর ভূগর্ভস্থ ক্যাবল চুরির মামলায় দুজন কারাগারে

১১

গড় কমলেও আগস্টে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি 

১২

বোনের ৬ বছরের শিশুকে খুন করে মাটিচাপা, খালার যাবজ্জীবন কারাদণ্ড 

১৩

১৪৮ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম ঘটল এমন ঘটনা

১৪

দাঁতে দাগ? জেনে নিন দূর করার ৬ ঘরোয়া উপায়

১৫

ঐশ্বরিয়ার সঙ্গে সাফল্যের মুখ দেখেননি সঞ্জয়

১৬

গরম কবে কমবে জানাল আবহাওয়া অধিদপ্তর

১৭

তেলের দাম কমছে, তড়িঘড়ি বৈঠকে ওপেক প্লাস

১৮

রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিমি যানজট

২০
X