ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মহাসড়ক অবরোধে ২৩ কিলোমিটার যানজট

ভাঙ্গায় অবরোধের কারণে দীর্ঘ যানজট। ছবি : সংগৃহীত
ভাঙ্গায় অবরোধের কারণে দীর্ঘ যানজট। ছবি : সংগৃহীত

ফরিদপুর-৪ আসনের থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার ঘটনায় ভাঙ্গায় মহাসড়ক অবরোধ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টা থেকে শুরু হওয়া এই অবরোধে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে অন্তত ২৩ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

অবরোধকারীরা ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুকুরিয়া, মাধবপুর বাসস্ট্যান্ড এবং ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

ফলে ঢাকা-বরিশাল মহাসড়কের তালমার মোড় থেকে পুকুরিয়া ১২ কিলোমিটার ও ভাঙ্গা দক্ষিণ পাড় থেকে টেকেরহাটের দিকে তিন কিলোমিটার এবং ঢাকা-খুলনা মহাসড়কের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মিলিগ্রাম থেকে ভাঙ্গা ছয় কিলোমিটার ও সুয়াদী থেকে জয় বাংলা মোড়ের দিকে অন্তত দুই কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এই দুই মহাসড়ক মিলিয়ে অন্তত ২৩ কিলোমিটার যানজটে আটকা পড়েছে যানবাহন।

স্থানীয় বাসিন্দা আহম্মাদ মাতুব্বর বলেন, এই আলগি ইউনিয়নকে নগরকান্দার মধ্যে ঠেলে দিয়ে নির্বাচন কমিশন আমাদের হাজার হাজার জনগণকে বিপর্যস্ত করে দিয়েছে। জীবন যাবে, রক্ত যাবে তবুও ভাঙ্গা ছেড়ে যেতে পারব না। আমাদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। জীবন বাজি রেখেই রাস্তায় নেমেছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান কালবেলাকে বলেন, দুই ইউনিয়নবাসীর স্মারকলিপি নিয়ে আমরা তিন দিন আগেই নির্বাচন কমিশনে পাঠিয়েছি। এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাইনি। তবে সড়ক অবরোধ করে আন্দোলন করা ঠিক হবে না।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, দুই ইউনিয়নবাসী দুটি স্থানে সড়ক অবরোধ করে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। আমরা বিক্ষুব্ধ জনতাকে বোঝানোর চেষ্টা করছি। যেন তারা দূরপাল্লার যানবাহন ছেড়ে দেন। তারা এখনো তাতে রাজি হচ্ছে না।

এদিকে হাইওয়ে থানার ওসি রকিবুজ্জামান বলেন, এরই মধ্যে দুই ইউনিয়নবাসী ফরিদপুর-বরিশাল, ঢাকা-খুলনা মহাসড়কের চারটি স্থানে সড়ক বন্ধ করে দিয়েছে। হাজার হাজার যাত্রীরা দুর্ভোগের পড়েছে। তবে কোনো বিশৃঙ্খলা ঘটেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসুর এজিএস মহিউদ্দীন

হামীম-মেঘমল্লারকে হারিয়ে ডাকসুর জিএস ফরহাদ

ডাকসুর ভিপি সাদিক কায়েম

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

কিরগিজস্তানে প্রতারণার শিকার ১৮০ বাংলাদেশি

‘সবটুকু দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমানত রক্ষা করব’

কাতারে হামলায় অংশ নেয় ইসরায়েলের ১৫ যুদ্ধবিমান, কয়েক সেকেন্ডে ছোড়া হয় ১০ গোলা 

এক জেলায় হরতাল, এক জেলায় অবরোধ চলছে

রোকেয়া হলে সাদিকের কাছে হারলেন উমামা ফাতেমা

বার্সার প্রেসিডেন্ট নির্বাচনে মেসির নামার গুঞ্জন!

১০

মেঘনা গ্রুপে চাকরি, থাকছে না বয়সসীমা

১১

চীন-রাশিয়ার সঙ্গে যুদ্ধ প্রস্তুতিতে যোগ দিল আরেক দেশ

১২

গঙ্গামতির সংরক্ষিত বন উজাড়

১৩

১০ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

১০ সেপ্টেম্বর : টিভিতে আজকের খেলা

১৫

দোহায় ইসরায়েলি হামলায় নিহত ৬

১৬

বলিভিয়ার উচ্চতায় নাকানিচুবানি খেল ব্রাজিল

১৭

মেসি ছাড়া শেষ ম্যাচে আর্জেন্টিনার হার

১৮

১০ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৯

জরিমানার কবলে দক্ষিণ আফ্রিকা দল

২০
X