কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ এএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ এএম
অনলাইন সংস্করণ

দোহায় ইসরায়েলি হামলায় নিহত ৬

দোহায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলার চিত্র, ছবি: রয়টার্স
দোহায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলার চিত্র, ছবি: রয়টার্স

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলায় তাদের ছয়জন সদস্য নিহত হয়েছে। তবে যারা আলোচনার টেবিলে ছিলেন তারা ইসরায়েলি হত্যাকাণ্ড থেকে বেঁচে গেছেন। খবর বিবিসি

হামাস জানিয়েছে, দোহায় একটি আবাসিক ভবনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার সময় হঠাৎ ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ হামলাকে পুরোপুরি বৈধতা দিয়েছেন। তার ভাষ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে যারা হামলা চালিয়েছে তারাই ওই বৈঠকে নেতৃত্ব দিয়েছেন।

এদিকে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে কাতার। একে তারা কাপুরুষোচিত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জানিয়েছে। কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। তবে হামাস সদস্যদের বিষয়ে কোনো তথ্য দেননি।

হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন এটি একটি অপ্রত্যাশিত ঘটনা। তবে তিনি এও বলেন, হামাসকে নির্মূল করা একটি উত্তম লক্ষ্য।

কারণ কাতার যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র দেশ। কারণে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আমেরিকার সবচেয়ে বড় বিমানঘাঁটি রয়েছে। এ ছাড়া কাতারে ২০১২ সাল থেকে হামাস তাদের রাজনৈতিক কার্যালয় পরিচালনা করে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্র-মিশর ও কাতার দীর্ঘ সময় ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তির জন্য কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অন্তত ৮টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া উত্তরাঞ্চলীয় কাতারা জেলায় ধোঁয়া উড়তে দেখা গেছে।

কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের হামলার সময় হামাসের রাজনৈতিক কার্যালয়ের বেশ কয়েকজন নেতা আলোচনার জন্য ওই আবাসিক ভবনে উপস্থিত ছিলেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী শিন বেত এক বিবৃতিতে জানিয়েছে, হামাসের সিনিয়র সদস্যদের লক্ষ্য করে সুনির্দিষ্ট এই হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে, কাতারে হামলায় ১৫টি ইসরায়েলি যুদ্ধবিমান অংশ নিয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ১০টি গোলা নিক্ষেপ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাইভেটকার নিয়ে গরু চুরি

নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নয়, সরকার প্রস্তুত : নৌ উপদেষ্টা

আব্বাসউদ্দীন আহমদ :  সংগীত তত্ত্ব ও গ্রামোফোন যুগের সংগ্রাম

‘অভিযুক্ত যারা দেশে আছেন তারা যেন কেউ পালাতে না পারেন’

হোমিওপ্যাথিকের আড়ালে অ্যালকোহল বিক্রি, অতঃপর...

ওয়ালটনের বিজ্ঞাপনে সিয়াম আহমেদ

নেতাদের পিছে ঘোরা বন্ধে বিদ্যালয় কর্তৃপক্ষের নোটিশ

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মেলিসা’, রেকর্ড ভাঙা ধ্বংসের আশঙ্কা

বিএনপিকে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : সেলিম ভুঁইয়া

১০

টিকিট বিক্রির পাওনা টাকা পরিশোধ না করে পালানোর অভিযোগ

১১

শেষ বিজয় হবে জনগণের : ডা. জাহিদ

১২

সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন শাবনূর

১৩

তথ্য অধিদপ্তরের ৪৫ পদে চলমান নিয়োগ কার্যক্রম বাতিল

১৪

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মানবিক বাংলাদেশ গড়তে চাই : আমিনুল হক

১৫

আমরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ : আইনুল ইসলাম

১৬

থাইল্যান্ডের কাছে দ্বিতীয় ম্যাচেও বড় হার ঋতুপর্ণাদের

১৭

বিইউএফটিতে পাবলিক স্পিকিং প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

১৮

প্রয়াত ছাত্রনেতার ইচ্ছা পূরণ করলেন ছাত্রদল নেতা

১৯

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ

২০
X