রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ঘুষ গ্রহণের ভিডিও ধারণ, সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিলেন ভূমি কর্মকর্তা

ঘুষ নেওয়ায় ভিডিও ধারণের সময় সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। ছবি : কালবেলা
ঘুষ নেওয়ায় ভিডিও ধারণের সময় সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। ছবি : কালবেলা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ভূমি অফিসে ঘুষ নেওয়া ও নিজস্ব দালাল চক্রের সদস্যের ভিডিও ধারণের সময় সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের বিরুদ্ধে। এ সময় সাংবাদিকদের অবরুদ্ধ করে মব সৃষ্টিরও চেষ্টা করা হয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক মাহমুদ হাসান দৈনিক নয়া দিগন্তের পটুয়াখালী প্রতিনিধি (ডিজিটাল)। এ ঘটনায় রাতেই তিনি রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়, নিজস্ব দালালের মাধ্যমে অনলাইন ভূমি উন্নয়ন কর হোল্ডিং অনুমোদন, নামজারি ও এমপি ১৪৪-১৪৫ মামলার প্রতিবেদনসহ অন্যান্য ভূমিসেবা নিতে প্রত্যাশীদের থেকে সরকারি ফি-এর চেয়ে কয়েকগুণ বেশি ঘুষ নিচ্ছিলেন ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। কর্মকর্তার নিজস্ব দালালের মাধ্যমে এসব দেন-দরবার করতে হয়। রাতেই ঘুষের এসব লেনদেন বেশি হয় বলে ভুক্তভোগীরা সাংবাদিকদের জানান।

নয়া দিগন্তের প্রতিনিধি মাহমুদ হাসান বলেন, ভুক্তভোগীদের অভিযোগের সত্যতা যাচাই করতে গেলে দেখি আল আমিন নামে এক দালালের মাধ্যমে টাকা নিচ্ছেন ওই কর্মকর্তা। এ সময় ভিডিও ধারণ করতে গেলে ক্ষুব্ধ হয়ে আমার মোবাইল ফোন ছিনিয়ে নেন। এর আগেও আমি এই কর্মকর্তার বিরুদ্ধে তরমুজ চাষীদের থেকে চাঁদা নেওয়ার ঘটনায় সংবাদ প্রকাশ করেছি। সে সময়েও তিনি আমাকে মোটা অঙ্কের টাকার মাধ্যমে প্রভাবিত করতে চেয়েছিলেন কিন্তু সফল হতে পারেনি। সেই থেকেই তিনি আমার উপরে হয়তবা ক্ষুব্ধ।

বিজয় টেলিভিশনের রাঙ্গাবালী প্রতিনিধি একেএম রাকিব হোসাইন বলেন, ঘুষ গ্রহণের ভিডিও ধারণ ও দালালের বক্তব্য নেওয়ার সময় ভূমি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম নয়া দিগন্তের প্রতিনিধি মাহমুদ হাসানের মোবাইল ছিনিয়ে নেয়। একই সময়ে মব সৃষ্টির জন্য তার দালালদের ডেকে অফিসের মূল গেট তালাবদ্ধ করারও চেষ্টা করেন তিনি। পুরো বিষয়টি ভিডিও চিত্রে ধারণ করা হয়েছে।

এদিকে ভূমি কর্মকর্তার গঠিত নিজস্ব দালাল চক্রের অন্যতম সদস্য আল আমিনের ভিডিও মন্তব্য নেয়ার চেষ্টা করেও পাওয়া সম্ভব হয়নি। তিনি দ্রুত স্থান ত্যাগ করেন। অভিযোগ রয়েছে, ভূমি কর্মকর্তার অন্ততপক্ষে ৫-৮ জন সক্রিয় দালাল রয়েছে। এদের মাধ্যমে কোনো ফাইল তার টেবিলে গেলে দ্রুত কাজ হয়। নয়তো সেবা প্রত্যাশীদের ঘুরতে হয় কর্মকর্তার অফিসের বারান্দায় বারান্দায়।

এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম কালবেলাকে বলেন, ‘সরি ভাই, সরি। ভাই কালকে আমার মনটাও ভালো ছিল না। আমার ভুল হয়ে গেছে। মানুষ মাত্রই ভুল করে। সব বিষয় নিয়েই দুঃখ প্রকাশ করতেছি।’

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, নয়া দিগন্তের সাংবাদিক মাহমুদ হাসানের মোবাইল ছিনিয়ে নেওয়া ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখবো।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ বলেন, এ বিষয়ে আমাদের দিক থেকে তদন্ত শুর করেছি। তদন্ত শেষে ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ‘মাদক সেবনের’ ভিডিও ভাইরাল

একজন সাবেক সাংবাদিক হিসেবে শুধু বলব, আমি দুঃখিত : প্রেস সচিব

হাদির মৃত্যুর খবরে চলমান কনসার্ট বন্ধ করে শোক পালন

খালেদা জিয়ার সুস্থতা ও ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় মিন্টুর দোয়া মাহফিল

হাদিকে নিয়ে তারকাদের আবেগঘন বার্তা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্রিফিং বিকেলে

সিগারেটের বদলে ভ্যাপ হার্টের জন্য সুখবর নয়

১০

বিয়ে করবেন ইংলিস, ‘মন খারাপ’ মালিকপক্ষের

১১

হাদির মরদেহ কোথায় নেওয়া হবে, জানাল ইনকিলাব মঞ্চ

১২

বন্দরে ট্রাক থেকে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার 

১৩

প্রশান্ত মহাসাগরে আরও দুই জাহাজে মার্কিন হামলা, নিহত ৫

১৪

শীতের সকালে দৌড়ানো কি শরীরের জন্য ভালো

১৫

হাত বাঁধা অবস্থায় পড়ে ছিল অজ্ঞাত যুবতীর মরদেহ

১৬

এনসিপি নেত্রী রুমীর দাফন সম্পন্ন 

১৭

সুস্থ থাকতে প্রতিদিন যত কদম হাঁটা জরুরি

১৮

ঢাকায় রওনা দিলেন হাদির পরিবার

১৯

শাহবাগে জুমার নামাজ আদায় করলেন ছাত্র-জনতা

২০
X