

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে সকাল থেকেই আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE), আইন ও ফুড সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা মূল ক্যাম্পাসে নিয়মিত ক্লাস কার্যক্রম চালু ও আবাসিক হল সুবিধা নিশ্চিত করার দাবিতে সোমবার (২২ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম ব্যাহত হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, গত ১৭ ডিসেম্বর প্রকাশিত এক নোটিশে তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো উপেক্ষা করা হয়েছে। এতে তারা ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ড. দিল রৌশন আরা নাজনীন, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর আবু সাইদ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন এবং তাদের দাবি-দাওয়া গুরুত্বসহকারে বিবেচনা করে বাস্তবায়নের আশ্বাস দেন।
ড. দিল রৌশন আরা নাজনীন কালবেলাকে বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো যথাযথ গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ আশ্বাসের ভিত্তিতে দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা আন্দোলন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেন। তারা প্রধান ফটকের তালা খুলে দেন এবং ক্যাম্পাসে ফিরে যান। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ফের আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
আন্দোলনে নেতৃত্ব দেন বাউবি ছাত্রদলের সভাপতি মুদাসসির হোসেন (আইন ৯ম ব্যাচ) ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন (ফুড সায়েন্স ১ম ব্যাচ)। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন তাহসান (আইন বিভাগ) ও তানভির (ফুড সায়েন্স বিভাগ)।
মন্তব্য করুন