পঞ্চগড়ের দেবীগঞ্জে কামড় দেওয়া সাপ নিয়ে হাসপাতালে হাজির হয়েছেন সুমিত্রা রানী নামের এক বৃদ্ধা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সাপ নিয়ে হাসপাতালে আসেন তিনি।
সুমিত্রা রানী উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা গ্ৰামের উপেন্দ্র নাথ রায়ের স্ত্রী।
সুমিত্রা রানীর ছেলে সুরেশ চন্দ্র রায় বলেন, দুপুরে মা ঘরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় একটি সাপ ওনাকে কামড় দেয়। মায়ের চিৎকার শুনে ঘরে গিয়ে সাপটিকে দেখতে পাই। কী সাপ তা না জানায় একটি বয়ামে সাপটিকে নিয়ে মাকে সঙ্গে করে হাসপাতালে আসি। বর্তমানে মায়ের চিকিৎসা চলছে।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর কালবেলাকে বলেন, বিকেল সাড়ে ৪টায় একটি সাপে কামড়ানো রোগী সাপ সঙ্গে নিয়ে হাসপাতালে আসেন। তাকে কোবরা সাপে কামড় দিয়েছে। আমরা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করি এবং অ্যান্টিভেনম দিয়েছি। রোগীকে অবজারভেশনে রেখেছি।
তিনি আরও বলেন, আমরা সব সময় হাসপাতালে অ্যান্টিভেনম রাখছি, যাতে কোনো সাপে কামড়ানো রোগী এলে তাৎক্ষণিক চিকিৎসা দিতে পারি।
মন্তব্য করুন