প্রেমিকার ওড়নায় গলায় ফাঁস দেন প্রেমিকও। এতে প্রেমিকের মৃত্যু হলেও ওড়না ছিঁড়ে নিচে পড়ে বেঁচে গেছেন প্রেমিকা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) সকালের দিকে খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ির মুরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওই প্রেমিকের নাম জয় ত্রিপুরা (১৮), প্রেমিকা ১৭ বছর বয়সী। জয় ত্রিপুরা মুরাপাড়ার বাসিন্দা। তিনি মাটিরাঙ্গা সরকারি কলেজের উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র। একই এলাকার বাসিন্দা প্রেমিকা খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্রী।
স্থানীয়রা জানান, তাদের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে কোনো পরিবারই তা মেনে নিতে সম্মত হয়নি। এ পরিস্থিতিতে রোববার সকালের দিকে সিন্ধুকছড়ি মুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের জঙ্গলে আমগাছের সঙ্গে প্রেমিকার ওড়নায় গলায় ফাঁস দেন তারা। এ সময় প্রেমিক মারা গেলেও ওড়না ছিঁড়ে মাটিতে পড়ে বেঁচে যান প্রেমিকা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত অবস্থায় ওই কলেজছাত্রীকে উদ্ধার করে মহালছড়ি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
গুইমারা থানার ওসি রাজিব চন্দ্র কর বলেন, ‘প্রাথমিক তদন্তে পারিবারিক কলহ এবং প্রেমের বিষয়টি পরিবার মেনে না নেওয়ার কারণে অভিমান থেকে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে মনে হচ্ছে। নিহত ছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।’
মন্তব্য করুন