ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন বলেছেন, গত ১৭ বছর আমাদের অফিস খোলা তো দূরের কথা বিয়ের অনুষ্ঠান, মসজিদ, এমনকি ধর্মীয় অনুষ্ঠান থেকে গ্রেপ্তারের ঘটনা ঘটত। দাড়ি রাখা, টুপি পরার অপরাধে মানুষকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হতো।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়ায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে তিনি।
অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন বলেন, তবে আল্লাহর রহমতে আজকে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে জামায়াতে ইসলামী একটি ভালোবাসার নাম। আজকে দলটি একটি বিশ্বস্ততার নামে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ। এ অর্জন শুধু কেবল জামায়াতের নয়, এ অর্জনের ভাগীদার একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখা প্রতিটি মানুষ।
ছাত্রশিবিরের সাবেক এই শীর্ষ নেতা ড. মোবারক হোসাইন বলেন, আজকে ডাকসু বিজয় শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছে মানুষ সত্যকে পছন্দ করেন। কোনো অসত্যকে সামনের দিকে মানুষ আর দেখতে চায় না। মানুষ এখন আর কোনো অন্যায়কে প্রশ্রয় দিতে প্রস্তুত নয়।
তিনি বলেন, এ দেশের মানুষ চায় আগামী দিনে একটি দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ হোক। জনগণ এখন একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখছেন এবং আগামী দিনে জামায়াতে ইসলামীকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চান।
মালাপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আইয়ুব খান পাঠানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ নাঈমের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম। এ সময় ইসলামি ব্যাংকের পরিচালক বদিউল আলম, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা আব্দুল আলীমসহ জামায়াতে ইসলামির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন