বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

র‌্যাব পরিচয়ে ছিনতাইকালে শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩

বরিশালে র‌্যাব সদস্য পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩। ছবি : কালবেলা
বরিশালে র‌্যাব সদস্য পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩। ছবি : কালবেলা

র‌্যাব সদস্য পরিচয়ে পান ব্যবসায়ীর কাছ থেকে নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনায় শ্রমিকদল নেতাসহ তিনজন ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযান টের পেয়ে তাদের অপর সহযোগীরা পালিয়ে গেছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি গ্রামে।

গ্রেপ্তারকৃতরা হলেন আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের নাঘিরপাড় গ্রামের মৃত আব্দুল মাজেদ মোল্লার ছেলে ও বাগধা ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা (৪০), একই উপজেলার উত্তর চাঁদত্রিশিরা গ্রামের দুলাল মোল্লার ছেলে রমজান মোল্লা (২৮) এবং বাকাল ইউনিয়নের পূর্ব পয়সা গ্রামের নগেন হালদারের ছেলে নরত্তোম হালদার (৩৪)।

এদিকে দলীয়শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গ্রেপ্তারকৃত ভুয়া র‌্যাব সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের বাগধা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বুধবার দুপুরে আগৈলঝাড়া উপজেলা শ্রমিকদলের সভাপতি আল সজল আলাল ও সাধারণ সম্পাদক সিকদার মো. লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অলিউল ইসলাম জানিয়েছেন, আমবাড়ি এলাকা থেকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে র‌্যাব পরিচয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি ও নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এ সময় গ্রেপ্তারকৃতদের গায়ে র‌্যাবের কোটি পড়া ছিল।

অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের অপর সহযোগী সুমনসহ অন্যরা হ্যান্ডকাফ, অস্ত্র ও মোটরসাইকেল নিয়ে কৌশলে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্নস্থানে অভিযান অব্যাহত রেখেছেন।

ওসি বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বিপুল ঢালি বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিনজন ভুয়া র‌্যাব সদস্যসহ অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকতা এসআই সৌমেন বিশ্বাস এজাহারের বরাত দিয়ে জানান, মঙ্গলবার রাতে আমবাড়ি গ্রামের খগেন ঢালীর ছেলে বিপুল ঢালি, অপর পান ব্যবসায়ী পলাশ মন্ডল ও চঞ্চল কর্মকার পান বিক্রি করে বাড়িতে ফিরছিলেন।

পথিমধ্যে রাত সোয়া ৯টার দিকে স্থানীয় নিরঞ্জন ঢালীর মুদি দোকানের পূর্ব পাশে পৌঁছলে র‌্যাবের কোটি গায়ে, পিস্তল ও হ্যান্ডকাফ হাতে ৫-৬ জন ব্যক্তি র‌্যাব পরিচয়ে তাদের পথরোধ করেন। পরে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে র‌্যাব পরিচয় প্রদানকারীরা তল্লাশির নামে ব্যবসায়ীদের কাছে থাকা নগদ অর্থ জোরপূর্বক ছিনিয়ে নেয়।

সূত্রে আরও জানা গেছে, নগদ অর্থ ছিনিয়ে নেয়ার পর র‌্যাব পরিচয় দেয়া ব্যক্তিদের ওপর ব্যবসায়ীদের সন্দেহ হয়। তাৎক্ষণিক তারা বিষয়টি মোবাইল ফোনে থানা পুলিশকে অবহিত করেন।

পুলিশ দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়ে বাটরাগামী ব্রিজের ওপর থেকে র‌্যাবের কোটি পরিহিত উল্লিখিত তিনজনকে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা ভুয়া র‌্যাব সদস্য বলে স্বীকার করেন। পরে তাদের গ্রেপ্তার করে থানায় আনা হয়। অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের সহযোগী সুমনসহ অন্যান্যরা পিস্তল, হ্যান্ডকাফ ও মোটরসাইকেলসহ কৌশলে পালিয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে ঝরল আরও ৫ প্রাণ, হাসপাতালে ৬২২

নিম্নমানের চাল বিতরণের ঘটনায় গুদাম সিলগালা

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন ৪ রাজনীতিক

সাড়ে ৩ হাজার চিকিৎসকের যোগদান নিয়ে ‘সুখবর’ দিলেন স্বাস্থ্যের ডিজি

২৮ ইঞ্চিতে আটকে আছেন ১৮ বছর বয়সী তৌহিদ

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে মেঘনা গ্রুপ, আবেদন করুন এখনই

আদর্শ মানুষ গড়তে নৈতিক শিক্ষার বিকল্প নেই : মেয়র শাহাদাত

‘সাইয়ারা’ নায়িকার নতুন চ্যালেঞ্জ

বগুড়া পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক ব্লকেড

প্রধান সহযোগীসহ সেই মার্কিন নাগরিক রিমান্ডে

১০

প্রবাসে বসে শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না

১১

আলোচনায় করাচির ‘বেশরম বার্গার’ ও ‘লক পিজ্জা’

১২

চাকরি দিচ্ছে বিকাশ, আবেদন করুন আজই

১৩

বিসিবি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা

১৪

চাকরি দিচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, পদ ৫১

১৫

চট্টগ্রামে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর যৌথ মহড়া

১৬

‘আরিফিন তুষারের মৃত্যু সাংবাদিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি’

১৭

সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি

১৮

জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে ঐকমত্য না হলে গণভোট : এবি পার্টি 

১৯

হাবিপ্রবি উপাচার্যের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ, কল রেকর্ড ফাঁস

২০
X