সিলেট ব্যুরো
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ব্যাটারিচালিত রিকশা নিয়ে দ্বন্দ্ব, থমথমে সিলেট নগরী

বাসদের দুই নেতাকে গ্রেপ্তার করেছে মহানগর ডিবি পুলিশ। ছবি : কালবেলা
বাসদের দুই নেতাকে গ্রেপ্তার করেছে মহানগর ডিবি পুলিশ। ছবি : কালবেলা

সিলেটে ব্যাটারিচালিত যানবাহন বন্ধের দাবি এবং ব্যাটারিচালিত যানবাহনের ওপর বিধিনিষেধ আরোপের প্রতিবাদে পাল্টাপাল্টি কর্মসূচি হয়েছে। ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে এবং সিএনজিচালিত অটোরিকশা, ট্রাক, লেগুনার ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেট নগরীর বন্দরবাজারে এ প্রতিবাদ সভা করে জেলা বাস মিনি বাস কোচ ঐক্য পরিষদ। এ প্রতিবাদ সভায় বাস মালিক ও শ্রমিকরা অংশ নেন।

অন্যদিকে, একই সময়ে নগরের অভিন্ন ও সমন্বিত নীতিমালা চূড়ান্ত করে ব্যাটারিচালিত যানের নিবন্ধন, চালকদের লাইসেন্স প্রদানসহ আট দফা দাবিতে আম্বরখানা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। সিলেট জেলা ও মহানগর সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এবং রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের উদ্যোগে এ মিছিল নগরের চৌহাট্টায় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

বাস মালিক-শ্রমিকদের প্রতিবাদ সভায় সিলেটে ব্যাটারিচালিত যানবাহন বন্ধ ও টমটম-বিদ্যুৎচালিত রিকশা শ্রমিকদের হামলার ঘটনায় দোষীদের আগামী ৭ অক্টোবরের মধ্যে আইনের আওতায় না আনা হলে পরদিন থেকে সড়কের সব পরিবহন বন্ধ করার হুঁশিয়ারি দেন জেলা বাস মিনি বাস কোচ ঐক্য পরিষদের সভাপতি মইনুল ইসলাম।

তিনি বলেন, প্রশাসন টমটম ও বিদ্যুৎচালিত রিকশা বন্ধ করতে অভিযান চালিয়েছে, কিন্তু গত বুধবার টমটম ও বিদ্যুৎচালিত রিকশা শ্রমিকরা আমাদের গাড়ি ভাঙচুর করেছে, আমাদের ওপর হামলা করেছে। পূজার জন্য আমরা সাত দিনের সময় দিলাম। যদি ৭ তারিখের মধ্যে হামলাকারীদের আইনের অওতায় আনা না হলে আমরা রাজপথে নেমে সব ধরনের পরিবহন বন্ধ করে দেব।

তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশা ও টমটম শ্রমিকরা কারও ইন্ধনে গত বুধবার উপশহরে আমাদের মাইক্রো স্ট্যান্ডে হামলা চালায়। এ ঘটনায় আমরা মামলাও করেছি। পাশাপাশি কোর্ট পয়েন্টে অনেক সিএনজিচালিত অটোরিকশার ওপর হামলা চালানো হয়েছে।

সভায় বক্তারা বলেন, সড়কে যাত্রী পরিবহন এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে এই ধরনের সহিংসতা নগরের পরিবহন ব্যবস্থার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করছে। অবৈধ রিকশা ও টমটম চালকদের দমন না করলে আইনশৃঙ্খলা অচল হয়ে যাবে।

ব্যাটারিচালিত রিকশার পক্ষে সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেটের সভাপতি আবু জাফর, সঞ্চালনা করেন ব্যাটারিচালিত রিকশা ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগরের সভাপতি প্রণব জ্যোতি পাল। সমাবেশে বক্তারা বলেন, ব্যাটারিচালিত যানগুলোকে নিবন্ধনের আওতায় আনলে ৫০ শতাংশ সমস্যা শুরুতেই দূর হয়ে যাবে।

সমাবেশ শেষে বাসদের ২ নেতা গ্রেপ্তার : সিলেটে অটোরিকশা ও মাইক্রোবাস ভাঙচুরের ঘটনায় করা মামলায় বাসদের দুই নেতাকে গ্রেপ্তার করেছে মহানগর ডিবি পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের বিক্ষোভ সমাবেশ শেষে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই নেতা হলেন সিলেট জেলা বাসদের আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পাল।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক-চালকদের মিছিল থেকে উপশহরে মাইক্রোবাস স্ট্যান্ড, চৌহাট্টা পয়েন্ট ও কোর্ট পয়েন্ট এলাকায় কয়েকটি অটোরিকশা ও মাইক্রোবাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় মো. আবুল কালাম ও মো. রুবেল নামে দুজন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় পৃথক দুটি মামলা করেন। ওই মামলায় শনিবার বিকেলে বাসদের দুই নেতাকে গ্রেপ্তার করে মহানগর ডিবি পুলিশ। পরে তাদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অটোরিকশা ও মাইক্রোবাস ভাঙচুরের মামলায় বাসদের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) তাদের আদালতে তোলা হবে।

ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে আরিফুল হকের নেতৃত্বে সমাবেশ রোববার : সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর উদ্যোগে শনিবার দুপুরে তার কার্যালয়ে নগরের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়। বৈঠকে নগরের যানজট নিরসন, পথচারী ও যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিতে আলোচনা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা ব্যাটারিচালিত ও অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবি জানিয়ে ‘সর্বস্তরের সিলেট নগরবাসী’র ব্যানারে আজ রোববার মিছিল ও সমাবেশ করার সিদ্ধান্ত নেন।

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট নগরীতে অবৈধ যানবাহন চলাচল নিষিদ্ধদের দাবিতে রোববার বেলা ১১টায় নগরের কোর্ট পয়েন্ট থেকে মিছিল শুরু হয়ে চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হবে। পরে সেখানে সমাবেশ হবে। এতে নগরের সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইফোন কিনতে ভক্তদের কাছে ‘ভিক্ষা’ চাইলেন ইনফ্লুয়েন্সার

ফের হুমকির মুখে কপিল শর্মা

শেষ ওভারের নাটকীয়তায় ১ রানের রুদ্ধশ্বাস জয় পেল বাংলাদেশ

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

আজ মহাষষ্ঠী, চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি

ছয় ভেন্যুতে মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশে এসেছিলেন ওয়াংচুক, ভারতীয় পুলিশের চাঞ্চল্যকর দাবি

২৮ সেপ্টেম্বর : আজকের রাশিফলে কী আছে জেনে নিন

আমেরিকা থেকে আরও গম কেনার চুক্তি করছে বাংলাদেশ : খাদ্য উপদেষ্টা

অনৈতিক প্রস্তাবে যে কারণে রাজি হয়েছিলেন সাইফ

১০

নাতনির বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রাণ গেল দাদির

১১

ঢাকায় কখন হতে পারে বজ্রবৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

১২

দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় শামিল হতে প্রবাসীদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

১৩

আরএফএল গ্রুপে চাকরির সুযোগ, রয়েছে নানা সুবিধা

১৪

ব্যাটারিচালিত রিকশা নিয়ে দ্বন্দ্ব, থমথমে সিলেট নগরী

১৫

হজের খরচ কমছে, প্যাকেজ ঘোষণা আজ

১৬

সমাবেশে প্রাণহানির ঘটনায় থালাপতি বিজয়ের প্রতিক্রিয়া

১৭

আজ থেকে নির্বাচনী সংলাপ শুরু

১৮

২৮ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

নির্বাচন প্রলম্বিত করলে স্বৈরাচার ফেরার রাস্তা তৈরি হবে : ডা. জাহিদ 

২০
X