সিরাজগঞ্জ ও চৌহালী প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

যমুনাপারের হতদরিদ্র মানুষের চাল যাচ্ছে কার পেটে?

সিরাজগঞ্জের চৌহালীতে খাদ্যবান্ধবের চাল বিতরণের দৃশ্য। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের চৌহালীতে খাদ্যবান্ধবের চাল বিতরণের দৃশ্য। ছবি : কালবেলা

মাস্টাররোলে নাম রয়েছে, রয়েছে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডও। তারপরও এক বছরেরও বেশি সময় ধরে ১৫ টাকা কেজি খাদ্যবান্ধবের চাল পায়নি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনাপারের হতদরিদ্র একাধিক উপকারভোগী।

বিষয়টি জেনে তদারকি (ট্যাগ) অফিসারের কাছে ভিড় জমিয়েছেন খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারী একাধিক হতদরিদ্র মানুষ। তাদের দাবি, ২০২৪ সালের ৫ আগষ্টের পর তারা কোনো চাল পাননি। তবে বিগত দিনে চাল বিতরণের মাস্টাররোলে এসব কার্ডধারীদের নাম রয়েছে বলে জানিয়েছেন তদারকি কর্মকর্তা মামুন সিরাজ।

অভিযোগ উঠেছে চৌহালীর দুর্গম চরাঞ্চল স্থল ইউনিয়নে ডিলার মো. হাসান আলী খাদ্য নিয়ন্ত্রণ অফিস ও তদারকি কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে হতদরিদ্রদের বরাদ্দকৃত চাল কালোবাজারে বিক্রি করে আসছেন।

অভিযোগে জানা যায়, ৫৮৭ কার্ডধারী উপকারভোগী সদস্যের জন্য ৫৮৭ বস্তা চাল বরাদ্দ পান ডিলার হাসান আলী। প্রতিজন কার্ডধারীকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল দেওয়ার কথা। কিন্তু তিনি কিছু চাল বিতরণ করে বাকিগুলো কালোবাজারে বিক্রি করে দেন।

হতদরিদ্র উপকারভোগীরা বলেন, আমরা অনেক কার্ডধারীরা জানি না আমাদের নামে কার্ড আছে। কথা হয়, হাটার চর এলাকার মোছা. হাসিনা খাতুন, নওহাটার রশিদুল কাজী, নয়াপাড়া সাথী খাতুনের সাথে। তারা বলেন, আমাদের কার্ড আছে। কিন্তু এক বছর ধরে আমাদের কোনো চাল দেওয়া হয়নি। সন্তোষা গ্রামের সিরাজুল ইসলাম, দিঘলবাড়ি গ্রামের আলেক চান, ফলসাটিয়া গ্রামের আব্দুল্লাহ, নওহাটা গ্রামের কোরবান আলীও এক বছরে কোনো চাল পাননি বলে জানান।

নওহাটার গোলজার শেখ বেশ কয়েক মাস আগে মারা গেছেন, মাস্টাররোলে তার নামেও চাল উত্তোলন দেখানো হয়েছে। তার ছেলের বউ রুমা খাতুন বলেন, আমার মৃত শ্বশুরের নামে চাল কে উত্তোলন করছে আমরা জানি না।

নয়াপাড়া গ্রামের মোছা. শাফি খাতুন তিন বছর ধরে নারায়ণগঞ্জ থাকলেও তার নামে কার্ড করা হয়েছে এবং চাল উত্তোলন করা হচ্ছে।

এদিকে গত ২৪ থেকে ২৬ আগস্ট ৫৮৭ বস্তার মধ্যে ২৯০ বস্তা চাল বিতরণ করেছেন হাসান আলী। বাকি চাল বিতরণ না করেই মাস্টার রোল তৈরি করেছেন।

দায়িত্বপ্রাপ্ত তদারকি (ট্যাগ) অফিসার মামুন সিরাজ জানান, ১১ আগস্ট ট্যাগ অফিসার হিসেবে আমাকে নিযুক্ত করা হয়। আমি ২৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত নিজে উপস্থিত থেকে ২৯০ বস্তা চাল বিতরণ করেছি। দ্বিতীয় চালানে অবশিষ্ট চাল উত্তোলনের পর বিতরণের কথা থাকলেও আমাকে কিছুই জানানো হয়নি। পরে ডিলার মাস্টাররোলে স্বাক্ষর চাইলে আমি আপত্তি জানাই এবং বিষয়টি ইউএনওকে অবগত করি।

তবে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে ডিলার হাসান আলী বলেন, আমি নিয়ম অনুযায়ী যাদের কার্ড আছে তাদের চাল দিয়েছি।

চৌহালী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অ.দা.) আনোয়ার হোসেন বলেন, চাল বিতরণে অনিয়মের বিষয়ে তদারকি অফিসার অভিযোগ করেছেন। ইউএনও তদন্ত কমিটি করে দিয়েছেন।

তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, এ বিষয়ে সাংবাদিক ফোন দিয়েছিলেন, তবে অন্য কাজে ব্যস্ত ছিলাম।

সাংবাদিকের মাধ্যমে জেনে বিষয়টি খোঁজ নিয়েছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাহলে পেট ব্যথা যার, সে খোঁজ না নিয়ে ডাক্তারই খোঁজ নেওয়ার মতো বিষয় হলো না? এক পর্যায়ে উত্তেজিত হয়ে তিনি বলেন, ‘কার বাড়ি কোন সমস্যা সেটা ইউএনও দেখবে নাকি? আপনি তো একটি নিয়ে থাকেন আমি হাজারও সমস্যা নিয়ে থাকি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোটে যোগ দেবে ইরান?

মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

৪৮তম বিশেষ বিসিএসের ২১ জনের সুপারিশ স্থগিত, দুজনের বাতিল

পরীকে সরি বলে কে আইফোন গিফট করল!

দাঁড়িয়ে পানি পান করলে কি ক্ষতি হয়

‘দে দে পেয়ার দে ২’-এর টিজারই থাকবে চমক

খাগড়াছড়িতে গুলিতে নিহত তিনজনের পরিচয় প্রকাশ

কোনো ধর্মীয় উৎসবকে রাজনৈতিক কূটচালের শিকার হতে দেব না : হাসনাত

ধর্মঘট প্রত্যাহারের ২ ঘণ্টা পর ফের বন্ধ দূরপাল্লার বাস

ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

১০

আলোচিত ‘নতুন লোগো’ সরিয়েছে জামায়াত

১১

মালয়েশিয়াগামী ১৬০০ প্রার্থীর সাক্ষাৎকার কখন, জানাল বোয়েসেল

১২

 বিশ্ব হার্ট দিবস উদযাপন করলো মাতৃভূমি হার্ট কেয়ার

১৩

সাবেক এমপি বাদল কারাগারে

১৪

নগর, পরিবেশ, পরিকল্পনা ও ঢাকা : এক সংকটময় সন্ধিক্ষণ

১৫

পান্থর অতিথি জুয়েল আইচ ও তারিক আনাম খান

১৬

এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব রানার্সআপ

১৭

রোহিঙ্গা ও আশ্রয়দাতাদের জন্য ৫৮.৬ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি

১৮

ডায়েটিশিয়ান পদে নিয়োগ দিচ্ছে এভারকেয়ার হাসপাতাল

১৯

‘ব্যাচেলর পয়েন্ট’ হঠাৎ কক্সবাজারে, থাকছে সারপ্রাইজ

২০
X