পঞ্চগড়ের আটোয়ারীতে সুপার ফোর ক্রিকেট খেলতে গিয়ে আব্দুল্লাহিল বাকি (১৭) নামের এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পানিশাইল মাদ্রাসা মাঠে ক্রিকেট খেলার সময় বুকে ব্যথা উঠে অসুস্থ হয়ে পড়ে ওই কিশোর।
আব্দুল্লাহিল বাকি উপজেলার ধামোর ইউনিয়নের পানিশাইল ডাঙ্গাপাড়া গ্রামের সইফুল ইসলামের ছেলে। সে একই এলাকার হাজী সমিরউদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এবারে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
ঘটনা সূত্রে জানা যায়, সোমবার বিকেলে পানিশাইল মাদ্রাসা মাঠে এলাকার ছেলেদের সঙ্গে সুপার ফোর ক্রিকেট খেলছিল। এমন সময় বাকির হঠাৎ বুকে ব্যথা শুরু হলে সঙ্গে সঙ্গেই মাঠে লুটিয়ে পরে। তখন স্থানীয়রা তার বাসায় খবর দেয়। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নেওয়ার পূর্বেই বাকির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবির।
মন্তব্য করুন