স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) রাজশাহী জেলার নেতারা। ১০ কর্মদিবসের মধ্যে এসব দাবি পূরণ না হলে মানববন্ধন, সর্বস্তরের শিক্ষক সমাবেশ এবং জাতীয় পর্যায়ে মহাসমাবেশসহ কঠোর কর্মসূচি পালনেরও হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা।
রোববার (৫ অক্টোবর) বিকেলে রাজশাহী কলেজিয়েট স্কুলে সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা।
এর আগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করেন শিক্ষক নেতারা। স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
তাদের পাঁচ দফার অন্য দাবিগুলো হলো— অনতিবিলম্বে আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সব কার্যালয়ের স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা; বিদ্যালয় ও পরিদর্শন শাখার সব শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন এবং বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেলের মঞ্জুরি আদেশ প্রদান।
লিখিত বক্তব্যে পরিষদের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. শাহনেওয়াজ খান বলেন, সরকারি মাধ্যমিকের প্রায় ১৫ হাজার শিক্ষকের জন্য পদোন্নতিযোগ্য পদ মাত্র ৪ শতাংশ। যৌক্তিক কোনো পদসোপান না থাকায় ৩২-৩৩ বছর চাকরি করেও অধিকাংশ শিক্ষককে পদোন্নতি ছাড়াই অবসরে যেতে হয়। পদোন্নতি অনিয়মিত বিধায় বেশ কিছু পদ খালি পড়ে থাকে, যা পদোন্নতিবঞ্চিতদের হতাশ করার পাশাপাশি মানসম্মত শিক্ষা বাস্তবায়নে অন্তরায় হিসেবে কাজ করে।
সরকারি মাধ্যমিকে শিক্ষক-কর্মকর্তারা প্রাপ্য বকেয়া টাইমস্কেল, পদমর্যাদা, পদোন্নতি, পদায়নসহ চাকরির বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার। বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার অংশ হিসেবে সরকারি মাধ্যমিকে বিদ্যমান বৈষম্য নিরসন জরুরি।
শাহনেওয়াজ খান বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে গত ৩ আগস্ট প্রধান উপদেষ্টার কাছে আলাদা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠনের সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে। আমরা জেনেছি প্রধান উপদেষ্টা এটি অনুমোদনও দিয়েছেন, কিন্তু একটি মহল গেজেট প্রকাশে বাধা দিচ্ছে, যা দুঃখজনক।
সংবাদ সম্মেলনে রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষার উপপরিচালক মো. আব্দুর রশিদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল ওয়াহাব, রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রহিমা আখতার জাহান, রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ড. নূরজাহান বেগম, গভ. ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক ড. শাহানাজ বেগম, সরকারি প্রমথনাথ (পিএন) বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. দিল মাহমুদা বেগমসহ জেলার বিভিন্ন সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন