সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে ২৩৭টি ভারতীয় গরু এবং ৪২টি মহিষ আটক করা হয়েছে। এটি ৪৮ বিজিবির ইতিহাসে সীমান্তে সবচেয়ে বড় গবাদিপশু আটকের ঘটনা বলে জানা গেছে। আটক গরু ও মহিষের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতভর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা ও সুনামগঞ্জের লাফার্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোয়াইনঘাট সীমান্তে অভিযানে নেতৃত্ব দেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির উপঅধিনায়ক মেজর নুরুল হুদা এবং গোয়াইনঘাট সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট ৪৮ বিজিবির উপঅধিনায়ক মেজর নুরুল হুদার নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টিম সিলেট গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের ইটাচকি গ্রাম থেকে ২৩৭টি ভারতীয় ছোট-বড় আকারের গরু আটক করে। অন্যদিকে ৪৮ বিজিবির অধীনস্থ সুনামগঞ্জের লাফার্জ সীমান্তে থেকে ৪২টি ভারতীয় মহিষ আটক করা হয়।
আটক ভারতীয় ২৩৭টি গরু যার আনুমানিক মূল্য ২ কোটি টাকা এবং মহিষের মূল্য ১ কোটি টাকা। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের ইটাচকি গ্রামে ভারতীয় গরু রাখা হতো এমন খবর পেয়ে বিজিবি রাতভর অভিযান পরিচালনা করে ভারতীয় ২৩৭টি গরু আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে গোয়াইনঘাট সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, টাস্কফোর্সের অভিযানে অবৈধভাবে আসা ভারতীয় গরু আটক করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে গোয়াইনঘাটে চোরাচালানবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক কালবেলাকে বলেন, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। রাতভর সিলেটের গোয়াইনঘাটের ইটাচকি থেকে ২৩৭টি গরু ও সুনামগঞ্জের লাফার্জ থেকে ৪২টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে। গরু ও মহিষের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।
তিনি আরও বলেন, আটক গরু ও মহিষের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। গরু এবং মহিষগুলো কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে।
মন্তব্য করুন