সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৮:৩০ এএম
অনলাইন সংস্করণ

ভিক্ষুকের ঘরে ২ বস্তা টাকা, গুনতে লাগল ৫ ঘণ্টা 

ভিক্ষুকের ঘরে পাওয়া টাকা গণনা করেন স্থানীয়রা। ছবি : কালবেলা
ভিক্ষুকের ঘরে পাওয়া টাকা গণনা করেন স্থানীয়রা। ছবি : কালবেলা

সিরাজগঞ্জে সালেহা পাগলি নামে এক ভিক্ষুকের ঘরে ২ বস্তা টাকা পাওয়া গেছে। ৬-৭ জন এলাকাবাসী ৫ ঘণ্টাব্যাপী ওই টাকা গণনা করার পর পুলিশের মাধ্যমে ওই ভিক্ষুকের ওয়ারিশের কাছে জমা দিয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকার মাছুমপুর মহল্লায় এই টাকা গণনা করেন স্থানীয়রা। দুপুর থেকেই টাকা গোনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এতে এক, দুই, পাঁচ, ১০, ২০, ৫০ ও ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট ছিল। সব মিলিয়ে ১ লাখ ২৬ হাজার ২৫৩ টাকা পাওয়া গেছে। এ ছাড়াও অনেক টাকা নষ্ট হয়ে গেছে।

সালেহা মাছুমপুর মহল্লার মৃত আব্দুস ছালামের স্ত্রী। তিনি সালে পাগলি নামেই এলাকায় পরিচিত। তিনি রায়পুর ১নং মিলগেটে শ্রমিকদের পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দায় একাই থাকতেন।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাসু জানান জানায়, আমি সকালে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি অনেক লোকজন ছিল। তবে সেখানে ওই পাগলি ছিলেন না। সেখানে একটি ছোট ও একটি বড় বস্তা পাই। বস্তা খুলে দেখি, ভেতরে কাপড় দিয়ে মোড়ানো খুচরা পয়সা। তখন সবাই বলে, সালেহা বেগম নামে ওই নারীর টাকা। পরে স্থানীয় মুরুব্বিদের ডেকে তাদের সামনে টাকার বস্তা দুটো উদ্ধার করি।

ওই ভিক্ষুক মাছুমপুর মহল্লার একটি ঘরে থাকে। আমরা তার কাছে বস্তা দুটো নিয়ে গেলে তিনি বলেন, সেগুলো তার। পরে এলাকার লোকজনকে দায়িত্ব দেই এই টাকাগুলো গণনার জন্য। ওরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে টাকাগুলো গণনা করে। পরে সদর থানার পুলিশ এলে তাদের সামনে টাকাটা সালেহার মেয়ের নামে গ্রামের একজন মাতব্বরের হেফাজতে দেওয়া হয়।

ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল শেখ বলেন, ৬-৭ জন মিলে টাকাগুলো গণনা করেছি। পাঁচ ঘণ্টাব্যাপী টাকা গণনা করা হয়েছে। টাকা এমনভাবে পুঁটলি করে রেখেছে। ময়লা-পচে দুর্গন্ধ হয়ে গেছে।

সিদ্দিক হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা জানান, উনার মা-বাবা দুজনই ভিক্ষা করেছে। তিনিও ছোটোবেলা থেকেই ভিক্ষা করেন। ২০ বছর ধরেই ভিক্ষা করেন।

সালেহা বেগমের মেয়ে স্বপ্না খাতুন বলেন, ‘আমার মা পাগলা টাইপের। জায়গায় জায়গায় ঘুরে টাকা-পয়সা পাইছে, সেগুলো পোটলা করে রেখেছে। আমাদের কাউকে বলে নাই। আমাদের কোনো কথা ভালোমতো শোনে নাই। নিজে যেটা বুঝেছে সেটাই। সারাদিন বাইরে থেকে রাতে মিল গেটের বারান্দায় ঘুমিয়েছে।’

সদর থানার উপপরিদর্শক (এসআই) পতিন কুমার বণিক বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি টাকা গণনা করা হচ্ছে। আমি বেশ কিছুক্ষণ সেখানে থেকে টাকা গোনা শেষ হলো। দেখা গেল নোট টাকা ৯৫ হাজার, আর বাকিগুলো কয়েন। মোট ১ লাখ ২৬ হাজার ২৫৩ টাকা। বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তার একমাত্র ওয়ারিশ মেয়ের জিম্মায় টাকাগুলো দেওয়া হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের প্রাইম ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজ’র চেয়ারম্যান হলেন আনোয়ার কামাল

আইপিএল থেকে নাম সরিয়ে নিলেন দুই তারকা ক্রিকেটার

মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ 

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে

জানাজার জন্য খুলে দেওয়া হলো দক্ষিণ প্লাজার প্রবেশ পথ

রাজধানীতে সার্বিক নিরাপত্তা জোরদার

নতুন বছরে ভারত-পাকিস্তান যুদ্ধ লাগতে পারে

আমরা হারিয়ে যাব একদিন; আরশ খানের আবেগঘন পোস্ট

চুয়াডাঙ্গায় তীব্র শীত

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

১০

রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

১১

মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

১২

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

১৩

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক শুরু

১৪

টঙ্গীতে জুবায়েরপন্থিদের জোড় ও বিশ্ব ইজতেমা না করার নির্দেশ

১৫

নতুন বছরে কলেজে কতদিন ছুটি জানিয়ে দিল শিক্ষা মন্ত্রণালয়

১৬

ইয়েমেনে উত্তেজনা বাড়ানোর অভিযোগে মুখ খুলল আমিরাত

১৭

বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার প্রতিপক্ষ

১৮

নতুন বছর বরণে রণবীর-দীপিকা থেকে বিজয়-রাশমিকা—কে কোথায়?

১৯

খালেদা জিয়ার মরদেহ গুলশানে তারেক রহমানের বাসায়

২০
X