জনগণের ভোটে বিএনপি ও তারেক রহমান ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়া হবে বলে জানিয়েছেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছে।
শনিবার (১১ অক্টোবর) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারীদের নিয়ে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। মাহবুবুর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।
মাহবুবুর রহমান বলেন, জনগণ দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারে নাই। ধর্মপাশা উপজেলা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এই উপজেলার জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন। বিগত ১৭ বছর আপনারা গায়েবি মামলায় নির্যাতিত হয়েছেন। বছরের পর বছর বাড়ি ছাড়া থাকতে হয়েছে আপনাদের। আর পালিয়ে থাকতে হবে না, আপনারা এখন থেকে সামনের সারিতে থাকবেন। জনগণের ভোটে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে ইনশআল্লাহ।
নারীদের উদ্দেশে মাহবুবুর রহমান বলেন, বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। তিনি নারী শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করেছেন। তারেক রহমান আপনাদের জন্য ফ্যামিলি কার্ড করে দিবেন। বৃদ্ধ বয়সে আপনাদের কারো দয়ায় চলতে হবে না। আমি আপনাদের সন্তান, এই উপজেলায় আমার শৈশব কেটেছে। আমি তারেক রহমানের নেতৃত্বে হাওরের জলাবদ্ধতা, যোগাযোগ, স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়নে কাজ করতে চাই। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচার চালিয়ে যাচ্ছি। সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার প্রতিটি ঘরে ঘরে তারেক রহমানের সালাম পৌঁছে দিতে হবে।
গণসংযোগ ও উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাজহারুল হক, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুব আলম হাদিস, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. নয়ন মিয়া, ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক হাফিজুল হক, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুস সালাম শিকদার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন, যুবদলের সদস্য সোহেল তাজ, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ওমর ফারুক রুবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সারোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোজাম্মেল শিকদার, ফারুক আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা রাজু আহমেদ, ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল সাবেক আহ্বায়ক আব্দুর রহমান বাদল, ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল আহবায়ক তুষার খন্দকারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন