বগুড়া ব্যুরো
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

এডিএ অ্যাপে প্রতারণা, নারী গ্রেপ্তার

এডিএ অ্যাপে প্রতারণায় গ্রেপ্তার নারী। ছবি : কালবেলা
এডিএ অ্যাপে প্রতারণায় গ্রেপ্তার নারী। ছবি : কালবেলা

বগুড়ার গাবতলীতে চাকরি ও উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে ‘এডিএ মিউজিক’ নামের একটি অ্যাপের মাধ্যমে প্রায় আড়াইশ গ্রাহকের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে লাকি খাতুন নামের এক গৃহবধূকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বগুড়া শহরের ওয়াপদা পুরান বগুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় প্রতিষ্ঠানটি খুলে চলতি বছরের জানুয়ারি মাস থেকে এই প্রতারণা শুরু করেন লাকি। প্রথমে ৩৮০০ টাকা বিনিয়োগে দৈনিক ১২৫ টাকা, পরে পর্যায়ক্রমে আরও বড় অঙ্কের বিনিয়োগে আরও বেশি মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া হতো। পঞ্চম লেভেল চালু হওয়ার আগেই লাকি খাতুন গাবতলী অফিসে তালা ঝুলিয়ে গ্রাহকদের সব টাকা নিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় গাবতলী উপজেলার বাগবাড়ি তদন্ত কেন্দ্রে অভিযোগ দিলেও কোন সুরাহা হয়নি। ভুক্তভোগীদের অভিযোগ এ কাজে চঞ্চল নামে একজনসহ আরও সহযোগী রয়েছে লাকীর।

গত ৩০ সেপ্টেম্বর এ বিষয়ে ভুক্তভোগীরা মানববন্ধন করেও কোনো সমাধান পাননি। অবশেষে শনিবার প্রতারক লাকি খাতুনের সন্ধান পেলে ভুক্তভোগীরা তাকে আটক করেন বগুড়া শহরের ওয়াপদা পুরান বগুড়া এলাকায়। এরপর শহরের ওয়াবদা গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত লাকি খাতুনকে ভুক্তভোগীদের কাছ থেকে হেফাজতে নিয়ে থানায় যায়।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম কালবেলাকে জানান, এ ঘটনায় ফেরদৌস আলম নামের এক যুবক বাদী হয়ে থানায় মামলা করেছে। সেই মামলায় ওই নারীকে গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর কালবেলাকে জানান, এডিএ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে অনলাইনে বিনিয়োগের নামে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। প্রাথমিকভাবে আড়াইশ জনের বেশি লোক প্রতারিত হয়েছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেড ক্রিসেন্টে মব করার অভিযোগে এনসিপি নেতাকে অব্যাহতি

নাসিরের অলরাউন্ড নৈপুণ্যে আবারও এনসিএল শিরোপা রংপুরের ঘরে

কিশোরগঞ্জ থাকবে ঢাকাতেই, ছাত্র-জনতার বিক্ষোভ ও সড়ক অবরোধ

মক্কায় ১২৫ কিমি এলাকাজুড়ে স্বর্ণের খনির সন্ধান 

অগ্রযাত্রায় নবীন শিক্ষকদের অবদান রাখতে হবে : খুবি উপাচার্য

কক্সবাজার সৈকত থেকে অর্ধশতাধিক টংঘর উচ্ছেদ

১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যেই রাকসু নির্বাচনের ফলাফল প্রকাশ : ভিসি

কুলদীপের ঘূর্ণিতে ফলোঅন, তবু লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ

শেবাচিমে আধুনিক ল্যাবরেটরি মেডিসিন বিভাগ চালু

যমুনা টিভির সিইওকে নিয়ে মিথ্যাচার

১০

রিজওয়ান-সালমানের জুটিতে প্রথম দিনে স্বস্তিতে পাকিস্তান

১১

বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে : দুলু

১২

লিবিয়ার উপকূলে ৬১ অভিবাসীর মরদেহ উদ্ধার

১৩

উপদেষ্টার পরিদর্শনের পর ঢাকা-সিলেট মহাসড়কে নেই যানজট

১৪

যুবককে খুঁটিতে বেঁধে মারধর, গায়ে আগুন দিয়ে হত্যাচেষ্টা

১৫

দোহায় হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনার বহু প্রতীক্ষিত ফিনালিসিমা!

১৬

অস্থায়ী ভিসার ৮২ পেশার তালিকা তৈরি করেছে যুক্তরাজ্য

১৭

মাউশি ভেঙে হচ্ছে পৃথক অধিদপ্তর, নাম কী?

১৮

আমি ষড়যন্ত্রের শিকার : ছাত্রদল নেতা শাওন

১৯

আফগানিস্তানের ২০০’র বেশি সৈন্য নিহত, পাকিস্তানির দাবি

২০
X