সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

তিন মাসে মোবাইল উদ্ধার ১০৮, টাকা ফেরত সাড়ে ৩ লাখ

সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল হারানো মোবাইল ও টাকা হস্তান্তর করে। ছবি : কালবেলা
সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল হারানো মোবাইল ও টাকা হস্তান্তর করে। ছবি : কালবেলা

সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তিন মাসে ১০৮টি হারানো মোবাইল ফোন ও প্রতারণা করে নেওয়া ৩ লাখ ৬০ হাজার টাকারও বেশি অর্থ উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইন্সের কনভেনশন হলে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এ হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করেন।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মোবাইলগুলোর বাজারমূল্য প্রায় ১৬ লাখ ২০ হাজার টাকা।

জানা গেছে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে সাতক্ষীরার বিভিন্ন থানায় হারানো মোবাইল সংক্রান্ত ২২৫টি সাধারণ ডায়েরি (জিডি) হয়। এর মধ্যে পুলিশ ১০৮টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করে। পাশাপাশি, মোবাইল ব্যাংকিং কিংবা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকার মধ্যে ২০ জন ভুক্তভোগীর ৩ লাখ ৬০ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া এ সময় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাক হওয়া ২১টি অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয় এবং অনলাইন হয়রানির শিকার ৮ নারীকে সরাসরি পরামর্শ ও সেবা প্রদান করা হয়।

হস্তান্তর কার্যক্রম উপস্থিতি ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, ডিআইও-১ মনিরুল ইসলাম প্রমুখ।

জেলার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের পরিসংখ্যান অনুযায়ী, ইউনিটটি যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ৫৪৯টি মোবাইল ফোন উদ্ধার করেছে, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩২ লাখ ৩৫ হাজার টাকা। এ ছাড়া বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণা করে নেওয়া ৪৩ লাখ ৩২ হাজার ৩৯৫ টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, প্রযুক্তি যত উন্নত হচ্ছে, অপরাধও তত জটিল হচ্ছে। তাই জনগণের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের বিশেষ সেল তৈরি করা হয়েছে। ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি ও জনসচেতনতার মাধ্যমে আমরা অনলাইন অপরাধ নিয়ন্ত্রণে আনতে চাই।

তিনি আরও জানান, সাতক্ষীরায় সাইবার অপরাধ মোকাবিলায় সাধারণ মানুষকে সহযোগিতা ও পরামর্শ দিতে জেলা পুলিশের হেল্পলাইন সবসময় খোলা রয়েছে। মানুষ যদি দ্রুত তথ্য দেয়, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেল যাত্রীদের জন্য বড় সুখবর

ওজন কমাতে খেতে হবে যেসব সহজলভ্য সবজি

ফিফার অদ্ভুত নিয়মে র‌্যাংকিংয়ের ২১০ নম্বর দলটিও খেলতে পারে বিশ্বকাপে

ওএমআরে ভোট গণনা হবে, সময় নষ্ট হবে না : সহ-উপাচার্য

ব্রেইলে ব্যালট না থাকায় ভোট নিয়ে শঙ্কায় দৃষ্টি প্রতিবন্ধী ভোটাররা

কর্ম ভিসা কমিয়ে দিচ্ছে ইউরোপের এক দেশ

অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে বিচার শুরু 

সাড়া ফেলেছে এফ কে ডলারের ‘তুমি আমার কে’

ডেঙ্গুর হটস্পট ময়মনসিংহ

দুদকের পরিচালক হলেন দুই পুলিশ সুপার

১০

ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে জাবি ছাত্রী নিহত

১১

নিখোঁজের ৪ দিন পর তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার

১২

পিআর নিয়ে তর্ক-বিতর্ক পার্লামেন্টে গিয়ে হবে : মির্জা ফখরুল 

১৩

মিরপুরে আগুন : ৭ লাশ শনাক্তের দাবি স্বজনদের

১৪

ঘরেই তৈরি করুন মেজবানি মসলা

১৫

সম্পর্ক নীরবে ভাঙতে পারে এই ১১ কথা

১৬

মা হতে চলেছেন সোনাক্ষী

১৭

৫ মাসের শিশুকে অপহরণ, বিক্রি করা হয় ১ লাখ ২০ হাজারে

১৮

বিএনপিতে ছিনতাইকারীদের আশ্রয় দেওয়া হবে না : আশরাফ উদ্দিন

১৯

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের টিকিট বিক্রি শুরু, কিনবেন যেভাবে

২০
X