শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

তিন মাসে মোবাইল উদ্ধার ১০৮, টাকা ফেরত সাড়ে ৩ লাখ

সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল হারানো মোবাইল ও টাকা হস্তান্তর করে। ছবি : কালবেলা
সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল হারানো মোবাইল ও টাকা হস্তান্তর করে। ছবি : কালবেলা

সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তিন মাসে ১০৮টি হারানো মোবাইল ফোন ও প্রতারণা করে নেওয়া ৩ লাখ ৬০ হাজার টাকারও বেশি অর্থ উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইন্সের কনভেনশন হলে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এ হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করেন।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মোবাইলগুলোর বাজারমূল্য প্রায় ১৬ লাখ ২০ হাজার টাকা।

জানা গেছে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে সাতক্ষীরার বিভিন্ন থানায় হারানো মোবাইল সংক্রান্ত ২২৫টি সাধারণ ডায়েরি (জিডি) হয়। এর মধ্যে পুলিশ ১০৮টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করে। পাশাপাশি, মোবাইল ব্যাংকিং কিংবা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকার মধ্যে ২০ জন ভুক্তভোগীর ৩ লাখ ৬০ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া এ সময় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাক হওয়া ২১টি অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয় এবং অনলাইন হয়রানির শিকার ৮ নারীকে সরাসরি পরামর্শ ও সেবা প্রদান করা হয়।

হস্তান্তর কার্যক্রম উপস্থিতি ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, ডিআইও-১ মনিরুল ইসলাম প্রমুখ।

জেলার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের পরিসংখ্যান অনুযায়ী, ইউনিটটি যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ৫৪৯টি মোবাইল ফোন উদ্ধার করেছে, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩২ লাখ ৩৫ হাজার টাকা। এ ছাড়া বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণা করে নেওয়া ৪৩ লাখ ৩২ হাজার ৩৯৫ টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, প্রযুক্তি যত উন্নত হচ্ছে, অপরাধও তত জটিল হচ্ছে। তাই জনগণের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের বিশেষ সেল তৈরি করা হয়েছে। ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি ও জনসচেতনতার মাধ্যমে আমরা অনলাইন অপরাধ নিয়ন্ত্রণে আনতে চাই।

তিনি আরও জানান, সাতক্ষীরায় সাইবার অপরাধ মোকাবিলায় সাধারণ মানুষকে সহযোগিতা ও পরামর্শ দিতে জেলা পুলিশের হেল্পলাইন সবসময় খোলা রয়েছে। মানুষ যদি দ্রুত তথ্য দেয়, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণমাধ্যমে হামলা ও আগুন: যা বললেন ভিপি সাদিক কায়েম

কারও উসকানিতে পা না দিতে আহ্বান সংস্কৃতি উপদেষ্টার

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে বিক্ষুব্ধ ‘ছাত্র জনতার’ অবস্থান

হাদির খুনিদের হস্তান্তর না হলে আন্দোলন থামবে না: আসিফ মাহমুদ

ওসমান হাদির মৃত্যু: দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ

হাদির জানাজা কখন, জানাল ইনকিলাব মঞ্চ

শুক্রবার দেশে পৌঁছাবে হাদির মরদেহ

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল জাবি 

‘আগুন সন্ত্রাস হাদি ভাইয়ের পথ নয়’

হাদির মৃত্যু: ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর

১০

হাদি হত্যার বিচারের দাবিতে ইডেন কলেজে বিক্ষোভ মিছিল

১১

শাহবাগে অবস্থান নিলেন জুলাই মঞ্চের কর্মী-সমর্থকরা

১২

শরিফ ওসমান হাদি এক অবিচল সাহসের নাম: নাছির উদ্দীন নাছির

১৩

হাদি হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

১৪

হাদির মৃত্যুর ঘটনায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৫

ওসমান হাদির মৃত্যুতে নাহিদ ইসলামের আবেগঘন প্রতিক্রিয়া

১৬

প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা-ভাঙচুর

১৭

ওসমান হাদিকে ‘বাংলার বীর’ হিসেবে স্বীকৃতির দাবি

১৮

হাদির মৃত্যুতে এনসিপির শোক

১৯

আমাদেরও যেন শহীদি মৃত্যু হয়: মাহফুজ আলম

২০
X