নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

দুই শিক্ষক দিয়ে চলছে ১৬০ শিক্ষার্থীর পাঠদান

১৫৫নং কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : কালবেলা
১৫৫নং কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ১৫৫ নং কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট দেখা দিয়েছে। এতে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম স্তবির হয়ে পড়েছে এবং অভিভাবক ও স্হানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানে প্রায় ১৬০ জন শিক্ষার্থী অধ্যয়নের বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র দুজন। সরকারি নীতি অনুযায়ী এ সংখ্যক শিক্ষার্থীর জন্য অন্তত পাঁচজন শিক্ষক থাকা অত্যাবশক ছিল।

সম্প্রতি বদলি হয়ে আসা শিক্ষক ইমরান হোসেন গত ২৫ সেপ্টেম্বর বিদ্যালয়ে যোগদান করলেও তিনি এখনো বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত হননি। খোঁজ নিয়ে জানা যায়, তিনি নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অফিস সহায়ক (কম্পিউটার সেকশনে) হিসেবে কাজ করছেন।

বিদ্যালয়ে বর্তমানে মাত্র দুজন শিক্ষক দায়িত্ব পালন করছেন, যার একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। প্রধান শিক্ষককে প্রয়োজনে অনেক সময় উপজেলা শিক্ষা অফিসে যেতে হয়, ফলে শুধুমাত্র একজন শিক্ষককে একই সঙ্গে তিনটি শ্রেণির পাঠদান সামলাতে হচ্ছে একা।

এ নিয়ে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা অভিযোগ করেছেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদাসীনতার কারণে এই বাজে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিন্টু মিয়া বলেন, বিদ্যালয়ে শিক্ষক সংকট এখন চরম পর্যায়ে। একদিকে শিক্ষক অপ্রতুল, অন্যদিকে নতুন শিক্ষক যোগদান করেও স্কুলে আসছেন না। অভিভাবক ও স্থানীয়দের চাপের মুখে আছি। এরই মধ্যে বিষয়টি উপজেলা শিক্ষা অফিসকে জানানো হয়েছে।

অভিভাবক রাজীব আহছান, রহমতুউল্লাহ, শাহিন আহমেদ জানান, শুনেছি একজন নতুন শিক্ষক যোগদান করেও স্কুলে আসছেন না। এতে করে আমাদের সন্তানদের লেখাপড়ার ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে নতুন যোগ দেওয়া শিক্ষক ইমরান হোসেন বলেন, আমি উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মৌখিক নির্দেশে শিক্ষা অফিসে কাজ করছি। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিদ্যালয়ে ক্লাস না করিয়ে অফিসে কাজ করছি এটা নীতির বহির্ভূত।

এ প্রসঙ্গে নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান কালবেলাকে জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে জনবল সংকট রয়েছে। সে কারণে সাময়িকভাবে ওই শিক্ষককে অফিসে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুঃসাহসী সেই চিকিৎসকের ভাগ্যে কী ঘটেছে?

আসলেই কি নোয়াখালীতে গান্ধীর ছাগল চুরি হয়েছিল?

বিপিএলে বাড়ছে প্রাইজমানি, চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কত পাবে জানা গেল

রাজধানীতে আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

আগুন নেভাতে কত সময় লাগবে, জানে না ফায়ার সার্ভিস ‎

যে কারণে বাড়ির বাইরে যেতে পারছেন না ভিকি

হংকং চায়না ম্যাচ শেষে দেশে ফিরেছেন জামাল-রাকিবরা

রাকসু নির্বাচন : ভিপি পদে হাড্ডাহাড্ডি, জিএসে ত্রিমুখী লড়াইয়ের আভাস

দেয়ালে শিশুর আঁকাআঁকি পরিষ্কার করার ৪ সহজ উপায়

পূজা দেখতে গিয়ে নিখোঁজ, ১৭ দিনেও খোঁজ মেলেনি আদুরি রানীর

১০

মিরপুরে আগুনে হতাহতের ঘটনায় স্বাস্থ্য উপদেষ্টার শোক

১১

শিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই ভিপি প্রার্থীর

১২

শাহবাগ অবরোধ

১৩

চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে বিএনপির মাইকিং

১৪

অমোচনীয় কালির বিষয়ে যা জানাল নির্বাচন কমিশন

১৫

মিরপুরে আগুনে হতাহতের ঘটনায় জমিয়তের শোক

১৬

মেট্রোরেল যাত্রীদের জন্য বড় সুখবর

১৭

ওজন কমাতে খেতে হবে যেসব সহজলভ্য সবজি

১৮

ফিফার অদ্ভুত নিয়মে র‌্যাংকিংয়ের ২১০ নম্বর দলটিও খেলতে পারে বিশ্বকাপে

১৯

ওএমআরে ভোট গণনা হবে, সময় নষ্ট হবে না : সহ-উপাচার্য

২০
X