গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে। নির্বাচন রাজনৈতিক পেশিশক্তি ও কালো টাকা বন্ধ করতে আমরা বাংলাদেশে পিআর পদ্ধতি চাইছি। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন হলে যে দল যত পার্সেন্ট ভোট পাবে সেই দলের তত পার্সেন্ট সংসদ সদস্য পদ থাকবে। তখন আর একক দলের মাতবরি কিংবা ছড়ি ঘুরানো থাকবে না।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপায় পৌর মঞ্চ সর্বসাধারণের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, কিছুদিন আগে আমার ওপর হামলা হয়েছিল। হামলাকারীরা দেখতে চেয়েছিল আমরা এক আছি কিনা। তারা দেখেছে বিএনপি, জামায়াতসহ সব দলগুলো একসঙ্গে ছিল। তখন সেই ক্ষমতালাভী দলটি ঐক্য দেখে পিছু হটছে। জুলাই বিপ্লবের পর আমরা আশা করছিলাম ঘুষ-দুর্নীতিমুক্ত দেশ হবে। সরকারি অফিস-আদালতে ঘুষ-দুর্নীতি বন্ধ করতে প্রয়োজনে তাদের বেতন দ্বিগুণ থেকে তিনগুণ করে দিন। কোনো দুর্নীতি হতে পারবে না। আমরা চেয়েছি ঘুষ দুর্নীতি বন্ধ হবে। তা বন্ধ হয়নি, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি।
নুরুল হক নুর চলমান শিক্ষক আন্দোলনকে সমর্থন করে শিক্ষকদের দাবি আদায় আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলেন, শিক্ষকদের বেতন সবার ঊর্ধ্বে হওয়া উচিত। শিক্ষকরা দেশের প্রথম শ্রেণির নাগরিক। শিক্ষকরা আমাদের গুরু। শিক্ষকদের চলমান ন্যায্য আন্দোলনকে আমরা পুরাপুরি সমর্থন করি।
নুর আরও বলেন, আগের দিন নেই; দিনের ভোট রাতে হবে, মেম্বারটা মাইরা দেন, চেয়ারম্যানটা আমরা মাইরা লইতাছি। সেই দিন আর নেই।
সভায় গলাচিপা উপজেলা জিওপি আহ্বায়ক মা. হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মা. জাকির হাসন মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জিওপির উচ্চতর সদস্য কৃষিবিদ মা. শহিদুল ইসলাম ফাহিম ও মা. রবিউল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা জিওপি আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, সদস্য সচিব মা. শাহ আলম সিকদার, দশমিনা উপজেলা জিওপি আহ্বায়ক মা. লিয়ার হাসন, বাউফল উপজেলা জিওপি আহ্বায়ক হাবিবুর রহমান, বরিশালের জিওপি সাধারণ সম্পাদক মা. রফিকুল ইসলাম রাসেল, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি আবু নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, পটুয়াখালী জলা ছাত্র অধিকার পরিষদ সভাপতি সাইফুল ইসলাম রুম্মান, পটুয়াখালী জলা শ্রমিক অধিকার পরিষদ সভাপতি মা. ফারুক হাওলাদার প্রমুখ।
এর আগে নুরুল হক নুর বুধবার দুপুরের পর থেকে দশমিনা সদর, ঠাকুর বাজার, আরজবগি ও উলানিয়া বাজারে পথসভা করেন।
মন্তব্য করুন